shono
Advertisement

‘নিজের আসল চেহারা লুকোননি’, ‘মাটির মানুষ’মোদির প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবি আজাদ

'বিক্ষুব্ধ' কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে জল্পনা।
Posted: 09:22 PM Feb 28, 2021Updated: 09:22 PM Feb 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় কংগ্রেসের প্রাক্তন দলনেতাকে কেন্দ্র করে ক্রমশ রহস্য দানা বাঁধছে। শনিবার জম্মুতে বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের G-23 বৈঠকে যোগ দিয়ে গান্ধী পরিবারে নেতৃত্বের ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঠিক তার পরদিন রবিবার প্রধানমন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

Advertisement

এদিন জম্মুতে প্রকাশ্যেই নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন আজাদ। বললেন, “নরেন্দ্র মোদিকে দেখে শেখা উছিৎ। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও নিজের শিকড়কে ভুলে যাননি। এখনও গর্ব করে নিজেকে চাওয়ালা বলেন তিনি।” কংগ্রেস নেতার কথায়, “প্রধানমন্ত্রী নিজের আসল চেহারা কখনওই লুকোননি। উনি আদপে মাটির মানুষ।” গুলাম নবি আজাদের এই উলটপুরাণ দেখে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

 

[আরও পড়ুন : আত্মনির্ভরতার জয়গান! মোদির ছবি, ই-ভগবত গীতা নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট]

কংগ্রেসের খোলনলচের বদল চাইছেন ২৩ জন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এ নিয়ে সোনিয়া গান্ধীকে খোলা চিঠিও দিয়েছেন তাঁরা। সেই নেতাদের মধ্যে অন্যতম গুলাম নবি আজাদ। শনিবার কংগ্রেসের এই ‘বিক্ষুব্ধ’ নেতারা বৈঠকও সারেন। এর পরই আজাদের গলায় প্রধানমন্ত্রী প্রশংসা, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে প্রশংসার বিষয়টি একতরফা নয়।

চলতি মাসেই রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে অবসর নিয়েছেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। তাঁর বিদায় পর্বে বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজাদ সম্পর্কে ১৩ মিনিটের বক্তব্যে সংসদে কয়েক বার আবেগ বিহ্বল হতে দেখা গিয়েছে তাঁকে। জম্মু-কাশ্মীরে ২০০৭-এ জঙ্গি হামলার ঘটনায় গুজরাতের পর্যটকদের কী ভাবে সহযোগিতা করেছিলেন সে কথা স্মরণ করে আজাদকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। পালটা সৌজন্য দেখিয়েছিলেন আজাদও। এবার ফের একবার প্রকাশ্যেই প্রধানমন্ত্রী গুনগান শোনা গেল আজাদের গলায়।

[আরও পড়ুন : ‘দেশকে নিয়ে গর্ব করাই আত্মনির্ভরতার প্রথম ধাপ’, ‘মন কি বাত’-এ বার্তা প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement