shono
Advertisement

‘আপনাকে নেতা বলতে লজ্জা করে’, তৃণমূলের হয়ে মামলা লড়ায় সিংভিকে কড়া চিঠি কৌস্তভ বাগচির

প্রদেশ নেতাদের বিড়ম্বনা বাড়াচ্ছেন সিংভি, বক্তব্য কৌস্তভের।
Posted: 01:26 PM Apr 30, 2023Updated: 03:09 PM Apr 30, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: ‘আপনার জন্য আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’ তৃণমূলের হয়ে মামলা লড়ায় বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রথম সারির আইনজীবী অভিষেক মনু সিংভিকে (Abhishek Singhvi) কড়া চিঠি দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Kaustav Bagchi)। কৌস্তভের সাফ কথা, “আপনাকে নেতা হিসাবে মানাটা আমাদের জন্য লজ্জাজনক।”

Advertisement

রাজ্যে কংগ্রেস (Congress) দিনরাত দুর্নীতি ইস্যুতে তৃণমূলের মুন্ডপাত করে চলেছে, অথচ দিল্লিতে নামী কংগ্রেস নেতারাই তৃণমূলের হয়ে মামলা লড়ছেন। অনেক ক্ষেত্রে কংগ্রেসি আইনজীবীদের সওয়ালেই স্বস্তি পাচ্ছে রাজ্যের শাসকদল এবং শাসকদলের শীর্ষ নেতারা। যার সাম্প্রতিকতম উদাহরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মামলা। দিল্লির কংগ্রেস নেতাদের এই অবস্থান রীতিমতো বিড়ম্বনায় ফেলে দিয়েছে প্রদেশ নেতাদের। এতটাই যে বাধ্য হয়ে, প্রদেশ কংগ্রেসের (Congress) অন্যতম মুখ কৌস্তভ বাগচি সটান অভিষেক মনু সিংভিকে কড়া চিঠি লিখে বসলেন।

[আরও পড়ুন: ‘জনতা আমার কাছে ঈশ্বর’, ‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগরুদ্ধ মোদি]

রাজ্যসভার সাংসদকে লেখা চিঠিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লেখেন, “আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, সেটা ঠিক করার অধিকার আপনারই। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না আপনি। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়েই আদালতে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন, ‘আমরা আপনার জন্য লজ্জিত’।”

[আরও পড়ুন: এবার লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতও বহু]

প্রদেশ কংগ্রেসকে এই ধরনের বিড়ম্বনায় আগেও পড়তে হয়েছে। এর আগে অধীর চৌধুরীর করা মেট্রো ডেয়ারি মামলায় অধীরের বিরুদ্ধেই লড়তে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এসেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁকেও বিক্ষোভ দেখিয়েছিলেন কৌস্তভ-সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement