সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি তথা এনডিএ জোটের মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিরোধী ইন্ডিয়া জোটের মুখ কে? এই প্রশ্ন যেমন কংগ্রেস-তৃণমূল-আপের মতো বিরোধী দলগুলির অন্দরেও উঠেছে বারবার, তেমনই এই নিয়ে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যেহেতু নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি ইন্ডিয়া জোট। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই কূটিল প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। কী বলেছেন তিনি?
থারুর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প কে হতে পারেন, এই প্রশ্ন 'অবান্তর'। সংসদীয় পদ্ধতিতে কোনও একজন ব্যক্তিকে নির্বাচন করি না আমরা, বরং একটি দল বা কতগুলি দলের জোটকে নির্বাচন করা হয়। এক্স হ্যান্ডেলে থারুর লিখেছেন, 'আরও একবার একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলেন যে প্রধানমন্ত্রী মোদির বিকল্প কে হতে পারেন? আমার মতে সংসদীয় ব্যবস্থায় এই প্রশ্ন অবান্তর। আমরা কোনও একটি ব্যক্তিকে নির্বাচন করি না, বরং একটি দল বা জোটকে নির্বাচিত করি।' থারুর আরও বলেন, 'প্রধানমন্ত্রীর বিকল্প হতে পারেন একদল অভিজ্ঞ, যোগ্য এবং বৈচিত্র্যময় ভারতীয় নেতা, যাঁরা মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল এবং অহংকারহীন হবেন।'
[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]
কংগ্রেস নেতা জানান, 'প্রধানমন্ত্রী কে হবেন বিষয়টি একেবারেই গৌণ। সবার আগে গুরুত্বপূর্ণ হল গণতন্ত্র ও দেশের বৈচিত্রময় ঐক্যকে রক্ষা করা।' বলা বাহুল্য, সনাতন ভারতের আদর্শের কথা বললেও গেরুয়া শিবিরের বর্তমান রাজনীতি মোদি কেন্দ্রীক। তাই 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়', 'আব কি বার মোদি সরকার'-এর মতো স্লোগান ওঠে। এমনকী 'নমো অ্যাপে' চালানো হয় প্রচার। উলটো দিকে ইন্ডিয়া জোটে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ থাকলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় ব্যক্তিপুজোর রাজনীতিকে আক্রমণ করে বিজেপিকে জবাব দিলেন তিরুবন্তপুরমের কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় দফায় আগামী ২৬ এপ্রিল ভোট হবে ওই কেন্দ্রে।