shono
Advertisement

মহাজোটে আরও ফাটল, দেবেগৌড়ার বিরুদ্ধে ‘গোঁজ’প্রার্থী হচ্ছেন কংগ্রেসের সাংসদ

জোটসঙ্গী জেডিএসের সবচেয়ে নামী নেতার বিরুদ্ধেই প্রার্থী হবেন কংগ্রেস সাংসদ! The post মহাজোটে আরও ফাটল, দেবেগৌড়ার বিরুদ্ধে ‘গোঁজ’ প্রার্থী হচ্ছেন কংগ্রেসের সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Mar 23, 2019Updated: 01:33 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরস্পর বিরোধী মনোভাব থাকলে দাম্পত্য সুখের হয় না। একই কথা খাটে জোট রাজনীতির ক্ষেত্রেও। রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য কখনও জোটে থাকলেও জোটধর্ম পালন করা যে সহজ কাজ নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কংগ্রেস-জেডিএস। সরকার টেকাতে প্রতি মুহূর্তে কার্যত সংগ্রাম করতে হচ্ছে। এর মধ্যে আবার নতুন সমস্যা লোকসভা ভোটের আসন সমঝোতা। অনেক আলোচনা, পর্যালোচনার পর আসন সমঝোতায় পৌঁছানো গেলেও কে কোন আসনে লড়বে তা নিয়ে চলছে ঝামেলা। যা শোনা যাচ্ছে, বিভেদ এমনই পর্যায়ে চলে গিয়েছে যে, একাধিক আসনে গোঁজ প্রার্থী খাড়া হতে চলেছেন। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার বিরুদ্ধেও গোঁজ প্রার্থী হচ্ছেন কংগ্রেসের বর্তমান সাংসদ।

Advertisement

[বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে ‘খামোশ’ করে পাটনা সাহিবে বিজেপি প্রার্থী রবিশংকর প্রসাদ]

আসলে, কর্ণাটকে মূল ঝামেলাটা দু-তিনটে আসন নিয়ে। এই আসনগুলিতে কংগ্রেস এবং জেডিএস দুই শিবিরই শক্তিশালী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আসন হল মাণ্ড্য আর টুমকুর। দুটি আসনই গিয়েছে জেডিএসের খাতায়। এর মধ্যে টুমকুর আসনটিতে বর্তমান সাংসদ কংগ্রেসের মুদ্দাহানুমেগৌড়া। কিন্তু, এই আসনটিতে জোট প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবেগৌড়া। কিন্তু, কংগ্রেস সাংসদ এই টুমকুর আসনটি দেবেগৌড়াকে ছাড়তে নারাজ। তাঁর দাবি, স্থানীয় কংগ্রেস কর্মীরা চাইছেন তিনি ভোটে লড়ুন। তাই কর্মীদের কথা ভেবে কংগ্রেসের টিকিটে টুমকুরে লড়বেন তিনি। কিন্তু, দল যদি তাঁর দাবি না মানে সেক্ষেত্রে, নির্দল হিসেবে দেবেগৌড়ার বিরুদ্ধে লড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন মুদ্দাহানুমেগৌড়া।

[মোদিতেই ভরসা বিজেপির, দেশজুড়ে ১৬২টি সভা প্রধানমন্ত্রীর]

কর্ণাটকের ২৮টি আসনে ২০-৮ ফর্মুলায় রাজি হয়েছে কংগ্রেস-জেডিএস। কংগ্রেস লড়বে ২০টি আসনে জেডিএসের ভাগে যাচ্ছে ৮টি আসন। কিন্তু, একাধিক আসনে এই অন্তর্দ্বন্দ্ব মোটেই ভাল বার্তা দিচ্ছে না। গোটা দেশেই যে এর জন্য মহাজোটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা বলাই বাহুল্য। কর্ণাটকের এই অস্বস্তির মধ্যেই আবার মহারাষ্ট্রে আসনরফা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস-এনসিপি। মহারাষ্ট্রে ২৬ আসনে লড়ছে কংগ্রেস। এনসিপি লড়ছে ২২টি আসনে। বাকি আসনগুলি যাচ্ছে ছোট দলগুলির কাছে।

The post মহাজোটে আরও ফাটল, দেবেগৌড়ার বিরুদ্ধে ‘গোঁজ’ প্রার্থী হচ্ছেন কংগ্রেসের সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement