সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে কংগ্রেসকে ছাড়াই উত্তরপ্রদেশে মহাজোট গড়েছে এসপি-বিএসপি। ‘বুয়া-বাবুয়া’ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের কোনও লাভ হয় না। কারণ, কংগ্রেসের ভোটব্যাংক সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টিতে যায় না। এর আগে একাধিকবার কংগ্রেসের সঙ্গে জোট করেও তাদের দল খুব একটা সুবিধা করতে পারেনি।
[‘পাক সহায়তায় মোদিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কংগ্রেস’, আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর]
অখিলেশ-মায়াবতীর এই প্রত্যাখ্যানকে অবশ্য ধাক্কা হিসেবে দেখতে রাজি নয় কংগ্রেস। নেতারা বলছেন, এতে আসলে লোকসান নয়, লাভই হবে। কংগ্রেস নেতারা আশাবাদী একা লড়লেও ২০০৯ সালের মতো বেশ কয়েকটি আসনে ভাল লড়াই দিতে পারবে দল। ২০০৯ সালে রাহুলের নেতৃত্বেই উত্তরপ্রদেশে ২১টি আসন পেয়েছিল কংগ্রেস। তাছাড়া প্রকাশ্যে জোট না থাকলেও এসপি-বিএসপির সঙ্গে তলায় তলায় কৌশলগত সমঝোতা থাকছেই। আসলে, উত্তরপ্রদেশে মহাজোট হওয়ায় মূল ভোটব্যাংক দু’ভাগে ভাগ হয়ে যাবে। জাট, দলিত, মুসলিম-সহ নিম্নবর্গের ভোট মহাজোটের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে, বিজেপির মূল ভোটব্যাংক উচ্চবর্ণের হিন্দু, যা এখনও অটুট। কংগ্রেসের ভোটব্যাংকও এই উচ্চবর্ণের হিন্দুদেরই একাংশ। কিন্তু কংগ্রেস মহাজোটে শামিল হলে এই ভোটাররা সপা-বসপাকে ভোট দেবে না। উত্তরপ্রদেশের উচ্চবর্ণের হিন্দুরা অখিলেশের দলকে মুসলিমদের পার্টি বলে কটাক্ষ করে। সেক্ষেত্রে, কংগ্রেস মহাজোটে শামিল হলে তাদের যে ভোটব্যাংক তা মহাজোটে না গিয়ে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই হাত শিবিরের নেতারা ঠিক করেছেন, কৌশলগতভাবে অন্তত ৬০ থেকে ৬৫ আসনে তাঁরা প্রার্থী দেবেন। তবে, কোনওভাবেই যাতে মহাজোটের ক্ষতি না হয় প্রচার সেভাবেই করা হবে। আর ২০০৯ সালে জেতা আসনগুলিতে তারা আবারও জয়ের চেষ্টা করবেন।
[সাড়ে চার বছর দেশে অসহিষ্ণুতার পরিবেশ, সরকারের সমালোচনায় রাহুল]
এই উদ্দেশ্যে ইতিমধ্যেই রণকৌশল ঠিক করে ফেলেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। রাহুল গান্ধীকে দিয়ে রাজ্যের ১৩টি প্রান্তে ১৩টি জনসভা করাবে উত্তরপ্রদেশ কংগ্রেস। স্থানীয় কংগ্রেস নেতারা আশাবাদী অন্তত ২০-২২টি আসনে তারা বিজেপিকে কঠিন শক্ত লড়াই দিতে পারে। বাকি আসনগুলিতে বিজেপির ভোটব্যাংকে ভাঙন ধরিয়ে তাঁরা মহাজোটের সুবিধা করে দিতে চায়। রাহুল দুবাই থেকে প্রকাশ্যে অবশ্য বলেছেন, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি রাজনৈতিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে তিনি পুরোপুরি শ্রদ্ধা করছেন। কংগ্রেস পার্টি উত্তপ্রদেশে একা লড়ার জন্য প্রস্তুত। তবে যা সূত্রের খবর, তাতে ৮০টি আসনেই প্রার্থী দেবে না কংগ্রেস। স্থানীয় ছোট দলগুলির সঙ্গে জোট করবে তারা। যে আসনগুলিতে মহাজোটের জয় নিশ্চিত সেগুলি ছাড়া হবে ছোট দলগুলিকে। সেভাবে প্রচারও করা হবে না।
The post মহাজোট থেকে বাদ পড়েও হতাশ নয় কংগ্রেস, তৈরি রাহুলের মাস্টার প্ল্যান appeared first on Sangbad Pratidin.