shono
Advertisement

প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে

আমেঠি থেকে লোকসভা ভোটে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। The post প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:37 AM Mar 08, 2019Updated: 10:37 AM Mar 08, 2019

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন৷ তার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস৷ প্রথম তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের ১১ জন ও গুজরাটের চারজন প্রার্থীর৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী৷ রায়বরেলি থেকেই প্রার্থী হচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখানোয় যে চমকের আশা করছিলেন কংগ্রেস সদস্য-সমর্থকরা, প্রথম প্রার্থী তালিকায় অন্তত তেমন কিছু মিলল না৷ কারণ প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার৷ ফলে তাঁর প্রার্থী হওয়া নিয়ে বাড়ছে জল্পনা৷

Advertisement

[পুলওয়ামার হামলা মোদি-ইমরানের ‘ম্যাচ ফিক্সিং’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার]

গত জানুয়ারি মাসে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে৷ পাশাপাশি দেওয়া হয় উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্ব৷ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বসপার জোট হলেও, তাতে নাম লেখায়নি কংগ্রেস৷ কয়েকটি ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করে সেরাজ্যে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন রাহুল গান্ধী৷ প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়, রায়বরেলি কেন্দ্রটি প্রিয়াঙ্কাকে ছেড়ে দেবেন সোনিয়া৷ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন শ্রীমতি গান্ধী৷ কিন্তু প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে৷ বোঝাই যাচ্ছে এত তাড়াতাড়ি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণের পক্ষপাতী নন ইউপিএ প্রধান৷

[নজরে লোকসভা, গোয়ালিয়রে আরএসএসের স্ট্র্যাটেজি বৈঠকে শীর্ষ নেতারা]

রাহুল-সোনিয়া ছাড়াও প্রথম তালিকায় নাম রয়েছে শীর্ষ কংগ্রেস নেতা সলমন খুরশিদের৷ ২০১৪-তে উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তিনি, এবারও সেখান থেকেই প্রার্থী হচ্ছেন৷ এছাড়া খুশি নগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আরপিএন সিং, সাহারানপুর থেকে প্রার্থী হচ্ছেন ইমরান মাসুদ এবং ফৈজাবাদ থেকে লড়বেন নির্মল খাত্রি৷ গুজরাটের আনন্দ থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হচ্ছেন ভরতসিং সোলাঙ্কি৷ ২০০৪ ও ২০০৯-তে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি৷ আহমেদাবাদ পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজু পারমার এবং ভদোদরা থেকে প্রার্থী হচ্ছেন প্রশান্ত প্যাটেল৷

The post প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement