সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে বন্দে ভারত! চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের (Congress)। সেমি হাই স্পিড ট্রেনের বেশ কিছু পরিসংখ্যান তুলে হাত শিবিরের দাবি, দেশের আমজনতাকে পরিষেবা দেওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই জন্যই কিছু ট্রেনে টিকিট পাওয়া যায় না আর বন্দে ভারত ফাঁকা থাকে।
বন্দে ভারতের (Vande Bharat) টিকিট বুকিং করতে গিয়ে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য তুলে ধরেছে কেরল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। সঙ্গে বলা হয়, "রেলের টিকিট বুকিং ওয়েবসাইটেই দেখা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের মাত্র ৫০ শতাংশ আসন ভর্তি হয়। এমনকি ছুটির সময়ে যখন অন্যান্য ট্রেনে অনেক বেশি টিকিট বিক্রি হয়, সেই সময়েও বন্দে ভারতে টিকিট বিক্রির হার খুবই কম। তাছাড়াও দেখা যাচ্ছে, অপেক্ষাকৃত দরিদ্র এলাকাগুলোতে বন্দে ভারতের টিকিট কম বিক্রি হচ্ছে।"
[আরও পড়ুন: সংবিধান বদলের ছক বিজেপির! রাহুলের দাবিতে বিতর্ক, কমিশনে কেন্দ্রীয় মন্ত্রী]
কংগ্রেসের তুলে ধরা পরিসংখ্যানে আরও বলা হয়, "একই রুটের অন্যান্য ট্রেনে ওয়েটিং লিস্টে যাত্রীদের ভিড়। কিন্তু ওই রুটে থাকা বন্দে ভারতের টিকিট কাটতে কেউ আগ্রহী নয়। অর্থাৎ আমজনতার কাছে রেলের চাহিদা রয়েছে। কিন্তু এত বেশি খরচ করে বন্দে ভারতের টিকিট কাটছেন না কেউ।" দেশের প্রত্যেকটি এলাকাতেই বন্দে ভারতের এমনই দশা বলে দাবি করেছে কেরল কংগ্রেস। দলের মতে, মুম্বই-সোলাপুরে গরিব রথ এক্সপ্রেসে ৭৭০ টাকায় টিকিট পাওয়া যায়। তাহলে ১৭২০ টাকা দিয়ে বন্দে ভারতের টিকিট কেন কাটবেন আমজনতা?
টিকিটের দামের এই তারতম্যের বিষয়টি তুলে ধরে কংগ্রেসের প্রশ্ন, আদৌ কি দেশের আমজনতার কথা ভেবে বন্দে ভারত চালাচ্ছে রেল? ভিড়ে ঠাসা একটি ট্রেনের ভিডিও শেয়ার করে কংগ্রেসের মত, নিম্নমধ্যবিত্ত বা দরিদ্র যাত্রীদের উপেক্ষা করছে রেল। বন্দে ভারত খুবই উপযোগী হতে পারত দেশের জন্য। কিন্তু যতক্ষণ না দেশের মানুষ বন্দে ভারতের সুবিধা নিতে পারছেন ততদিন এই ট্রেনের কোনও উপযোগিতা নেই।