shono
Advertisement

পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় কংগ্রেসের, ধুয়ে সাফ বিরোধীরা

নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের। The post পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় কংগ্রেসের, ধুয়ে সাফ বিরোধীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Dec 31, 2018Updated: 05:45 PM Dec 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পর এবার পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনেও বড় সাফল্য কংগ্রেসের। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিরোধী আপ, শিরোমণি আকালি দল এবং বিজেপি। কংগ্রেস নেতাদের দাবি, ৯০ শতাংশ আসনে হয় তাদের দলীয় প্রতীকের প্রার্থী নাহয় তাদের সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। অন্যদিকে, বিরোধীরা ভোটে হিংসার অভিযোগ তুলেছে।

Advertisement

রবিবার পাঞ্জাবের প্রায় ১৩ হাজার ২৭৬ টি সরপঞ্চ (পঞ্চায়েত প্রধান) এবং ৮৩ হাজার ৮৩১ হাজার পঞ্চ (পঞ্চায়েত সদস্য) আসনের জন্য ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই আসনগুলিতে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। গতকাল রাত থেকেই ভোটগণনা শুরু হয়ে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাজ্যের ৮০ শতাংশেরও বেশি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে, বেশ কিছু আসনে জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিত নির্দলরাও। ভোটের আগেই প্রচুর প্রার্থী অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন। কমিশন সূত্রের খবর, ভোটের আগেই ৪ হাজার ৩৬৩ জন সরপঞ্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ‘পঞ্চ’ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা ৪৬ হাজার ৭৫৪টি। পঞ্চায়েত তথা স্থানীয় নির্বাচনগুলিতে শাসকদলেরই জয়ের প্রবণতা থাকে। তবে, কংগ্রেস নেতৃত্বের দাবি লোকসভার আগে এই জয় বাড়তি গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে, আগামী লোকসভার ১৩টি আসনেই কংগ্রেস জিতবে বলে দাবি কংগ্রেস নেতাদের।

[সরকারি কাগজ থেকে দীনদয়ালের লোগো সরানোর নির্দেশ]

পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য বিরোধী প্রার্থীদের অনেকে পরাস্ত হয়েছেন। পরাজিত হয়েছেন অকালি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের আত্মীয় উদয়বীর ধীলোঁ। আম আদমি পার্টির রাজ্য সভাপতি সুখপাল খাইরার পুত্রবধূও ভোটে পরাজিত হয়েছেন। যদিও, বিরোধীদের দাবি ভোটের নামে প্রহসন হয়েছে পঞ্চনদের দেশে। রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে সন্ত্রাস করেছে কংগ্রেস। বুথ দখল, ভোটারদের ভয় দেখানোরও অভিযোগ রয়েছে।

 

The post পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় কংগ্রেসের, ধুয়ে সাফ বিরোধীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement