সোমনাথ রায়, নয়াদিল্লি: তিনি তৃণমূলের সাংসদ। অথচ তাঁকে বিপদ থেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করছে কংগ্রেস (Congress)। দলের একেবারে শীর্ষস্তরে সিদ্ধান্ত হয়েছে, যতটা সম্ভব তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়াতে হবে।
টাকার বদলে প্রশ্ন ইস্যুতে এই মুহূর্তে বেশ চাপে মহুয়া। সংসদের এথিক্স কমিটি তাঁকে দোষী সাব্যস্ত করলে সাংসদ পদ পর্যন্ত হারাতে পারেন তৃণমূল নেত্রী। সেই পরিস্থিতি যাতে না হয়, সেটা নিশ্চিত করার মরিয়া চেষ্টা করবে কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এথিক্স কমিটির সদস্য সাংসদদের বলে দেওয়া হয়েছে, কমিটির বৈঠক চলাকালীন মহুয়ার পাশে থাকতে হবে। বিজেপি সাংসদরা তৃণমূল সাংসদকে কোণঠাসা করার চেষ্টা করলে তাঁর হয়ে সওয়াল করতে হবে।
[আরও পড়ুন: ভোট ভুলে বিষ গ্যাসেই ডুবে ভোপাল! আজও সুস্থ শিশুর জন্ম বিরল]
এমনিতে এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজেপিরই। কংগ্রেসের সদস্য সংখ্যা ৩। এদের মধ্যে আবার একজন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রণীত কৌর (Praneet Kaur)। অমরিন্দর এখন বিজেপিতে (BJP)। প্রণীতের উপরও দলের নিয়ন্ত্রণ নেই। তবে বাকি দুই সাংসদকে বলে দেওয়া হয়েছে এথিক্স কমিটির বৈঠকে যতদূর সম্ভব মহুয়ার পক্ষে সওয়াল করতে হবে। সমমনোভাব সম্পন্ন অন্য দলের সাংসদদেরও একজোট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এথিক্স কমিটির একটি বৈঠকে পাঁচ বিরোধী সাংসদ মহুয়ার পাশে দাঁড়িয়েছেন। আগামী ৯ নভেম্বর ফের এথিক্স কমিটিতে মহুয়কে তলব করা হয়েছে। সেদিনের বৈঠকেও তাঁর পাশে থাকবে কংগ্রেস।
আরও পড়ুন: ফুল নেই, শুধুই কাগজ! আজব পুষ্পস্তবক উপহার প্রিয়াঙ্কাকে, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও]
কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূলই যেখানে সেভাবে মহুয়ার পাশে দাঁড়ায়নি, সেখানে কংগ্রেস কেন মহুয়ার পাশে? আসলে কংগ্রেস মনে করছে, মহুয়া যে ইস্যু নিয়ে কথা বলছেন সেটা কংগ্রেসের পার্টি লাইনের সঙ্গে হুবহু মিলে যায়। তাছাড়া মহুয়া বাগ্মী নেত্রী। সর্বভারতীয় রাজনীতির নিরিখে ধরলে সংসদে তাঁকে দরকার। কোনওভাবে যদি মহুয়ার সাংসদ পদ বাতিল হয়, তাহলে সেটা সার্বিকভাবে বিরোধী শিবিরের জন্য ধাক্কা হবে। তাছাড়া কোনও কারণে যদি মহুয়া তৃণমূল ছাড়েন, সেক্ষেত্রে কংগ্রেস এখন থেকেই দরজা খোলা রাখার বার্তাও দিয়ে রাখতে চাইছে।