সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ থেকে অরুণাচল প্রদেশ। সীমান্তে একের পর এক জায়গায় দাঁত বসাচ্ছে চিন। এই প্রেক্ষাপটেও মার্কিন প্রিডেটর ড্রোন চুক্তিতে আপত্তি জানাল কংগ্রেস! ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত কয়েকশো কোটি টাকার এই চুক্তির আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানিয়ে প্রশ্ন তুলেছে শতাব্দী প্রাচীন দলটি।
ভারতের হাতে আসছে অত্যাধুনিক মার্কিন ‘প্রিডেটর’ ড্রোন। মূলত, চিন-পাকিস্তান সীমান্তেই নজরদারী চালাবে এই সশস্ত্র ‘শিকারী’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত আমেরিকরা সফরে ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের এই চুক্তি মোতাবেক ভারতীয় নৌসেনার হাতে আসবে ১৫টি এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন। আটটি করে এই ঘাতক হাতিয়ার পাবে সেনাবাহিনী ও বায়ুসেনা। এর ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হয়েছে, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছবে ভারত। তবে কংগ্রেসের দাবি, বাজারদরের চাইতে বেশি দামে কেনা হচ্ছে মার্কিন ড্রোনগুলি।
বুধবার দিল্লিতে কংগ্রেস (Congress) মুখপাত্র পবন খেরা বলেন, “সবাই জানে, দেশের স্বার্থের সঙ্গে আপোস করেছে মোদি সরকার। ভারতের জনগণ দেখেছে কীভাবে ১২৬টি যুদ্ধবিমানের বদলে মাত্র ৩৬টি রাফালে জেট কেনা হয়েছে। হ্যালকে প্রযুক্তি হস্তান্তর করা হয়নি। ফ্রান্সে রাফালে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ও ফৌজের আপত্তি সত্ত্বেও বহু সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এই চুক্তিতে আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।”
[আরও পড়ুন: আগেও জলের গভীরে বিপদে পড়েছিল টাইটান! ‘জানতাম একদিন হবেই’, বলছেন প্রাক্তন যাত্রী]
উল্লেখ্য, রাফালে বা প্রিডেটর নিয়ে বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেও কংগ্রেসের (Congress) কেলেঙ্কারির তালিকা খুব একটা ছোট নয়। বোফর্স থেকে শুরু করে অগস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতির দাগ লেগেছে ‘হাতে’।