shono
Advertisement

Breaking News

উপহারে হীরের আংটি, রাগ ভাঙাতে ১০ কোটি ঘুষ! ঠগ সুকেশের নতুন বয়ানে ফের বিপাকে জ্যাকলিন

সুকেশ মামলায় নাম জড়িয়েছে নোরা ফতেহি, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও ভূমি পেডনেকরেরও।
Posted: 03:19 PM Feb 25, 2022Updated: 06:25 PM Feb 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিনের প্রেমে যে একেবারে হাবুডুবু অবস্থা ঠগ সুকেশ চন্দ্রশেখরের, তা যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে। এই যেমন জানা গেল, জ্যাকলিনের হাতে হিরের আংটিও পরিয়েছিলেন সুকেশ। যার মধ্যে লেখা ছিল দু’জনের নামের আদ্যাক্ষর! তবে এখানেই শেষ নয়, এক ভ্যালেন্টাইনস ডেতে সুকেশ ও জ্যাকলিনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। জ্যাকলিনের মাথা ঠান্ডা করতে নাকি ১০ কোটি টাকা ব্যয় করতে রাজি ছিলেন সুকেশ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জ্যাকলিনকে বোঝাতে পিঙ্কি ইরানিকে ১০ কোটি টাকা ঘুষও অফার করেছিলেন সুকেশ। এই পিঙ্কি ইরানির হাত ধরেই জ্যাকলিনের সঙ্গে পরিচয় হয়েছিল সুকেশের।

Advertisement

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের (Jacqueline Fernandez) সম্পর্ক নিয়ে তুমুল শোরগোল হয়েছিল বলিউডে। বিশেষ করে জ্যাকলিনের সঙ্গে সুকেশের একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন জ্যাকলিন। খবরে আসে, সুকেশের কাছ থেকে নাকি দামি দামি উপহারও নিয়েছিলেন তিনি। আর তা নিয়েই নিন্দুকরা জ্যাকলিনের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েন। জ্যাকলিনকে বিপাকে পড়তে দেখে নিজেকে সামলাতে পারেননি ‘প্রেমিক’ সুকেশ। শেষমেশ নিজেকে দোষী হিসেবে তুলে ধরে সংবাদমাধ্যমকে লিখে ফেলছিলেন এক আবেগঘন চিঠি। সুকেশের কথায়, ‘জ্যাকলিন একেবারেই নির্দোষ। ওসব দামি উপহার ভালবাসার প্রতীক!’

[আরও পড়ুন: ফের বড়পর্দায় ‘ব্যোমকেশ’ রূপে ফিরছেন আবির চট্টোপাধ্যায়, অজিতের চরিত্রে নতুন মুখ ! ]

এই চিঠিতে সুকেশ লিখেছিলেন, ”আমার আর জ্যাকলিনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আমার খুব খারাপ লেগেছে। এটা মোটেই উচিত হয়নি। আমি আগেই জানিয়ে ছিলাম আমি আর জ্যাকলিন সম্পর্কে রয়েছি। তবুও জ্যাকলিনকে নিয়ে নানা কুমন্তব্য করা হচ্ছে। জ্যাকলিন টাকার জন্য আমাকে ভালবাসেনি। আর আমার দেওয়া সব উপহারগুলো আমাদের ভালবাসার প্রতীক। তাই জ্যাকলিনকে এসব থেকে দূরে রাখা হোক। জ্যাকলিন একেবারেই নির্দোষ।”

সুকেশ চন্দ্রশেখর মামলায় নাম জড়িয়েছে বলিউডের নোরা ফতেহি, জাহ্নবী কাপুর ও সারা আলি খানেরও। সম্প্রতি এই কাণ্ডে নাম জড়িয়েছে ভূমি পেডনেকরও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) জাল বিছিয়েছিল ভূমির জন্যও। তবে ইডিকে নায়িকা জানিয়েছেন, তিনি ওই প্রতারকের থেকে কোনও উপহার নিতে রাজি হননি।

[আরও পড়ুন: ফের অভিনয়ে কপিল শর্মা, সাজিদের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে কমেডিয়ানকে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement