গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটের সময় আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) জমা দেওয়া হলফনামায় তিনি ক্ষমা চেয়েছেন। প্রধান বিচারপতির বেঞ্চে সেই হলফনামা জমা পড়ার পর জানানো হয়, ক্ষমাপ্রার্থনা সংক্রান্ত হলফনামাটি খতিয়ে দেখবে উচ্চ আদালত। পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।
গত বছরের জুলাইতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আদালতের নির্দেশ মেনে হয়নি। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা। হাই কোর্টে শুনানির পর অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) রুল জারি করে। গত ১৩ অক্টোবর এই রুল জারি হয়। আদালতের নির্দেশ মেনে গত নভেম্বর মাসে রাজীব সিনহা হাই কোর্টে হাজিরা দিয়েছিলেন। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে আদালত অবমাননা মামলায় জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]
কিন্তু নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশনার হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইলেন। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজীব সিনহার আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করে, ”কী আছে হলফনামায়? আদালতের সব নির্দেশ মেনেছি। কিছু ভুল হয়নি। যা হয়েছে অনিচ্ছাকৃত, আদালত অবমাননা হয়নি – এসব লিখেছেন তো?” রাজীব সিনহার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কি না, তা খতিয়ে দেখবে হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে মামলাকারীকে জবাব দিতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।