shono
Advertisement

বিচারপতির সমালোচনা মানেই আদালত অবমাননা নয়, স্পষ্ট করলেন প্রধান বিচারপতি

আদালত অবমাননা আইন কাদের জন্য? ব্যাখ্যা দিলেন বিচারপতি চন্দ্রচূড়।
Posted: 05:03 PM Nov 09, 2023Updated: 05:28 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারপতিদের সমালোচনা করা মানেই আদালত অবমাননা করা নয়। স্পষ্ট করে দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, আদালত অবমাননার আইন বিচারকদের সুরক্ষা দেওয়ার জন্য নয়। বরং কেউ ইচ্ছাকৃতভাবে আদালতের রায় মানতে না চাইলে তাঁদের শাস্তির জন্য। 

Advertisement

ওই সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেছেন, আদালত অবমাননার আইন কোনওভাবেই বিচারকদের সমালোচনা থেকে সুরক্ষা দেওয়ার জন্য নয়। বিচারপতির সমালোচনা কখনই আদালত অবমাননা বলে গণ্য হবে না। প্রযোজ্য হবে না আইনের সংশ্লিষ্ট ধারাও। বরং, কেউ ইচ্ছাকৃতভাবে বিচারে বাধা দিলে বা আদালতের রায় মানতে অস্বীকার করলে তা অবমাননা বলে ধরা যেতে পারে। কিন্তু রায়ের বা বিচার প্রক্রিয়ার সমালোচনা করলে বিচারপতিরা অবমাননার ধারায় রক্ষাকবচ পাবেন না।

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

প্রধান বিচারপতির (CJI) স্পষ্ট কথা, বিচারপতিদেরও তাঁদের কাজের মধ্য দিয়ে পদের মর্যাদা রক্ষা করতে হবে। প্রত্যেক বিচারপতির উচিত নিজেদের কাজে গর্ববোধ করা। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আর সেটা রক্ষা করায় বিচারব্যবস্থার বিরাট ভূমিকা আছে। প্রধান বিচারপতি বলেন, এটা সত্যি যে আজকের সোশাল মিডিয়ার যুগে এমন অনেক সমালোচনা হজম করতে হয়, যা অনাকাঙ্ক্ষিত।

[আরও পড়ুন: ‘সব ভুলে এগিয়ে চলো’, রাহুলের উপদেশে দ্বন্দ্ব ভুলেছেন শচীন]

প্রধান বিচারপতির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কলকাতা হাই কোর্টেই এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনাও আদালতের অবমাননা নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement