shono
Advertisement

Breaking News

মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা

ভিডিও দেখলে চমকে যাবেন৷ The post মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM Dec 16, 2018Updated: 01:16 PM Dec 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর প্রবল বিতর্কের মুখে পড়ে, এবছর আর চুম্বন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে না ঝাড়খণ্ডের পাকুর জেলায়৷ চলতি বছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন না করার নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন৷ ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ এই ধরনের নির্দেশিকা বেআইনি ও মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করেছে রাজ্যের বিরোধীদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷ কিন্তু জেলা প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করেছে রাজ্যের শাসকদল বিজেপি৷

Advertisement

[‘হালুম’ শব্দ শুনেই বাইক ছেড়ে গাছে, লেপার্ড হানায় ত্রস্ত মহারাষ্ট্র]

ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত পাকুর জেলার লিট্টিপাড়ায় প্রত্যেক বছর মহা ধুমধাম করে আয়োজিত হয় সিধো-কানহো মেলা৷ গত বছরের ওই মেলার অন্যতম আকর্ষণ ছিল এই চুম্বন প্রতিযোগিতা৷ খেলার নিয়ম ছিল, খোলা মাঠের মধ্যে একে অপরের সঙ্গে চুম্বনে লিপ্ত থাকতে হবে আদিবাসী পুরুষ ও মহিলাকে৷ প্রতিযোগিতার শুরু হতেই ওই অবস্থায় দৌড়াতে হবে তাঁদের৷ এরপর সম্পূর্ণ মাঠ একবার চক্কর কেটে চুম্বনরত অবস্থাতেই আবারও শুরুর স্থানেই ফিরে আসতে হবে যুগলকে৷ যাঁরা প্রথম আসবেন, তাঁরাই প্রতিযোগিতার বিজয়ী হবেন৷

[মহিলাদের পোশাক পরিবর্তনের সময় উঁকি দেন জওয়ানরা! বিস্ফোরক সেনাপ্রধান]

আদিবাসী অধ্যুষিত পাকুর জেলার লিট্টিপাড়ায় গতবছর এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সেখানকার বিধায়ক সিমন মারান্ডি৷ তাঁর যুক্তি ছিল, এই ধরনের প্রতিযোগিতা স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালবাসা বাড়ায়৷ তবে প্রথম থেকেই এই প্রতিযোগিতার বিরোধিতা করে এসেছে রাজ্যের শাসকদল বিজেপি৷ তাঁদের দাবি, এই ধরনের প্রতিযোগিতা আদিবাসী সমাজের সংস্কৃতিকে নষ্ট করে৷ সূত্রের খবর, রাজ্যের শাসকদল বিরোধিতা করায় আগে থেকেই এবছর সিধো-কানহো মেলা কর্তৃপক্ষকে এই প্রতিযোগিতার আয়োজন না করার নির্দেশিকা পাঠায় পাকুর জেলা প্রশাসন৷ এই নির্দেশিকা আসার পরই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন লিট্টিপাড়ার বিধায়ক তথা এই প্রতিযোগিতার মূল আয়োজক সিমন মারান্ডি৷ তাঁর অভিযোগ, মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার৷ যদিও প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতা রমেশ পুষ্কর৷

The post মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement