সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের (Controversial remarks on Prophet Muhammad) জেরে দেশের বিভিন্ন প্রান্তে দানা বেঁধেছে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। পুলিশকে সতর্ক এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে নির্দেশিকায়। আশঙ্কা, এরপর পুলিশ কর্তাদের নিশানা করা হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “সুচারুভাবে দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধাসেনাকেও। শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে।” পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। কারা উসকানিমূলক মন্তব্য করছে, কারা উসকানিমূলক ভিডিও পোস্ট করছে, তাদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত লাগোয়া রাজ্যগুলির সীমান্ত এলাকায় কড়া নজর রাখতে হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
[আরও পড়ুন: এসব বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হাওড়ার হিংসা রুখতে কড়া বার্তা মমতার]
বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপূর শর্মা এবং নবীন জিন্দলের কুরুচিকর মন্তব্যের পরে বিক্ষোভ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলার হাওড়ার একাধিক এলাকায় অশান্তি ছড়িয়েছে। ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে দুষছে বিজেপি নেতারা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) এই নির্দেশিকা কার্যত প্রমাণ করে দিল যে শুধু বাংলা নয়, বহিষ্কৃত বিজেপি নেত্রীর মন্তব্যের জেরে অশান্তির আগুন ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তেই। এর মধ্যে রয়েছে বিজেপিশাসিত একাধিক রাজ্যও। আর সেই পরিস্থিতি সামাল দিতে এবার আধাসেনাকেও সতর্ক থাকার নির্দেশ দিল শাহের মন্ত্রক।
প্রসঙ্গত, হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করে ইসলাম ধর্মাবলম্বীদের ভাবাবেগে তীব্র আঘাত হানায় অভিযুক্ত নূপুর শর্মা। যার জেরে তাঁকে বহিষ্কার করেছে বিজেপি। এই ইস্যুতে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেনে তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। নূপুরের গ্রেপ্তারির দাবি তুলে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আন্দোলন। বিক্ষোভ-প্রতিবাদের জেরে আগুন জ্বলছে ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, বাংলার একাধিক জায়গায়।