সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা চাকরি করলে সমাজ উচ্ছন্নে যাবে। শুধু তাই নয়, স্বামী ও সন্তানদের অধিকারও লঙ্ঘিত হয় মহিলারা চাকরি করলে। বিতর্কিত পোস্ট করলেন বাংলাদেশের (Bangladesh) তরুণ পেসার তানজিম হাসান শাকিব (Tanzim Hasab Shakib)। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে তাঁর ভালো বোলিং সকলের নজর কাড়ে। কিন্তু তার পরেই প্রকাশ্যে আসে তাঁর বিতর্কিত ফেসবুক পোস্ট।
ভারতের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচেই ঠান্ডা মাথায় বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পেসারের। সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুই উইকেট তুলে নেন তিনি। মাত্র ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। তবে এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের।
[আরও পড়ুন: খলিস্তানিদের মদত কানাডার! কড়া পদক্ষেপ বিদেশমন্ত্রকের, শীর্ষ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ]
তবে ম্যাচ জেতানো বোলিংকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে তানজিমের ফেসবুক পোস্ট। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি ফেসবুকে লেখেন, “মহিলারা চাকরি করলে স্বামীদের অধিকার লঙ্ঘন হয়, শিশুরাও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। বিবাহিত মহিলারা চাকরি করলে তাঁর আব্রু নষ্ট হয়ে পরিবার ধ্বংস হয়ে যায়। সবমিলিয়ে, মহিলারা চাকরি করলে গোটা সমাজই নষ্ট।”
এই পোস্ট প্রকাশ্য আসতেই তুমুল বিতর্কের ঝড় বয়ে যায় বাংলাদেশের ক্রিকেট মহলে। তরুণ পেসারের নিন্দায় সরব হন সাধারণ মানুষও। ঘটনা প্রকাশ্য আসতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আধিকারিক জালাল ইউনুস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, তানজিমকে ডেকে তাঁর সঙ্গে কথা বলবেন আধিকারিকরা।