সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনে পাঁচ কৃষকের রহস্যমৃত্যু ঘিরে শোরগোল মহারাষ্ট্রে (Maharashtra)। আর্থিক অনটনে ওই কৃষকরা আত্মহত্যা করেছেন বলে দাবি রাজ্যের এক সমাজকর্মীর। লালকেল্লায় যেদিন দেশের অগ্রগতি নিয়ে সগর্ব ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), সেই ১৫ আগস্টেও কৃষক-মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। যদিও এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
সমাজকর্মী কিশোর তিওয়ারি একের পর এক কৃষকের মৃত্যু নিয়ে সোচ্চার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ আগস্ট দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের নাম নামদেও ওয়াঘমারে এবং রামরাও রাঠোর। উভয়েই আর্থিক অনটনে আত্মহত্যা করেন বলে দাবি। ১৪ অগস্ট উদ্ধার করা হয়কার্নু কিনাকে এবং শালু পওয়ার নামে আরও দুই কৃষকের দেহ। অন্যদিকে দেশের স্বাধীনতা দিবসে উদ্ধার হয় মনোজ রাঠোর নামে আরও এক কৃষকের দেহ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]
তিন দিনের পাঁচ কৃষকের মৃত্যু নিয়ে হইচই শুরু হয়েছে মহারাষ্ট্রে। কিশোর তিওয়ারি দাবি করেছেন, চলতি বছরে বিদর্ভে এখনও পর্যন্ত ১৫৬৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন দাবিতে মুখ পুড়েছে শি্ণ্ডেসেনা-বিজেপি সরকারের। ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।