shono
Advertisement

মুক্তিযুদ্ধের চেতনায় হোক নতুন জাতীয় সংগীত, প্রতিবাদী ব্যানার ঘিরে ফের বিতর্ক বাংলাদেশে

জাতীয় সংগীত বদলের পাশাপাশি জেলার নাম পরিবর্তনের দাবিও উঠেছে৷ The post মুক্তিযুদ্ধের চেতনায় হোক নতুন জাতীয় সংগীত, প্রতিবাদী ব্যানার ঘিরে ফের বিতর্ক বাংলাদেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Aug 18, 2019Updated: 02:59 PM Aug 18, 2019

সুকুমার সরকার, ঢাকা: ফের বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক উসকে উঠল৷ পাশাপাশি মুজিবগঞ্জ জেলার নাম পরিবর্তনের দাবিও উঠেছে৷ এই সংক্রান্ত একটি ব্যানার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ব্যানারেই দুটি দাবির কথা বলা হয়েছে৷ যা নিয়ে আপাতত সরগরম নেটদুনিয়া৷

Advertisement

[আরও পড়ুন: তরুণীকে ধর্ষণের অভিযোগ, হাজতেই ফুলশয্যার রাত কাটাল বর]

মুজিবগঞ্জের জাতীয় সংগীত পরিবর্তন পরিষদের তরফে তৈরি হয়েছে বিতর্কিত ব্যানারটি৷ যাতে মূলত দুটি দাবি উল্লেখ করা হয়েছে৷ প্রথমত, গোপালগঞ্জের পরিবর্তে মুজিবগঞ্জকে জেলার স্বীকৃতি দিতে হবে৷ দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন জাতীয় সংগীত চাই৷ ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, স্ত্রী ফজিলাতুন্নেতা মুজিব এবং তাঁদের কন্যা তথা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে৷ এমনকী ছবির নিচে রয়েছে বঙ্গবন্ধুর সেই বিখ্যাত উক্তি – ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম৷’ রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কবি অন্নদাশংকর রায়ের লেখা জনপ্রিয় কবিতা – ‘যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান/ ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান৷’  পোস্টারের নিচে একটি জি-মেলের ঠিকানাও দেওয়া আছে৷ ব্যানারটিতে পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে এসএম কায়কোবাদ নামে এক ব্যক্তির ছবি দেওয়া আছে৷

এই পোস্টারটি রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে৷ জাতীয় সংগীত পরিবর্তন পরিষদের এই দাবিকে সমর্থন করেছেন কেউ কেউ৷ যদিও পরিষদের তরফে নতুন গান হিসেবে কোনও প্রস্তাব দেওয়া হয়নি৷ সেক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠছে বেশ কয়েকটি গান৷ কেউ বলছেন, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি জাতীয় সংগীতের মর্যাদা দাবি করে৷ আবার বিরোধিতাও আছে৷ কারও কারও মন্তব্য, ‘এগুলো দেখে মনে হয়, এখন বাংলাদেশ আওয়ামি লিগ সাংগঠনিকভাবে ধ্বংস হওয়ার সুবর্ণ সময় চলছে৷ কাক,কোকিল আর মেরুদণ্ডহীন প্রাণীদের জয়জয়কার৷’ আরেকজনের প্রতিক্রিয়া, এই ব্যানারের পরিপ্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার অপেক্ষায়৷

[আরও পড়ুন: স্নানের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ, অপমানে আত্মঘাতী তরুণী]

প্রসঙ্গত, যে জেলার নাম বদল নিয়ে জাতীয় সংগীত পরিবর্তন পরিষদের এই দাবি, সেই গোপালগঞ্জ মুজিবুর রহমান, শেখ হাসিনার জন্মস্থল৷ শোনা যায়, দেশভাগের সময়ে এই গোপালগঞ্জেই গিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে দেখা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ সেখানকার স্থানীয় বাসিন্দাদের লাঠিখেলায় মুগ্ধ শ্যামাপ্রসাদ পরে ইচ্ছেপ্রকাশ করেন, গোপালগঞ্জে এমন যোদ্ধাদের বাস, তা জানলে এই ভূখণ্ডকে ভারতের অন্তর্ভুক্ত করতেন৷ আর সেই গোপালগঞ্জ, মুজিবগঞ্জ নিয়েই আচমকা বিতর্ক৷ এর আগে যদিও বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল৷ জাতীয় সংগীত পরিবর্তন পরিষদের ব্যানার ফের সেই বিতর্ক উসকে দিল৷

The post মুক্তিযুদ্ধের চেতনায় হোক নতুন জাতীয় সংগীত, প্রতিবাদী ব্যানার ঘিরে ফের বিতর্ক বাংলাদেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement