অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোটের মুখে স্বমেজাজে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, “আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” সাংসদের এই মন্তব্যে জোর বিতর্ক। পালটা দিল তৃণমূল।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিলীপ ঘোষকে লক্ষ্য করে করে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তারই পালটা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে প্রার্থী প্রসঙ্গ। প্রথম দফায় নাম মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেবিষয়ে অসন্তোষের কোনও কারণ নেই বলেই জানান দিলীপ।
[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]
এর পরই তৃণমূলকে নিশানা করেন দিলীপ। সাফ জানান তৃণমূলের উপর তাঁর ক্ষোভের কথা। বলেন, “তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের উপর রাগ। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করেছি। আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন। তাহলে জেনে রাখুন, দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” পালটা দিয়েছে তৃণমূল।