অর্ণব দাস, বারাকপুর: ভোটের প্রচারে বেফাঁস তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। ভোট দিলে তড়িঘড়ি আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। যা নিয়ে বিতর্কের ঝড়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিরোধীরা।
কেন্দ্রীয় সরকার আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা রেখেছে বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিকবার কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন তিনি। ভোটের আগে প্রকল্পের টাকা আটকে রাখাকে বিজেপির বিরুদ্ধে রীতিমতো হাতিয়ার করছে ঘাসফুল শিবির। এরই মাঝে বেফাঁস বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বুধবার বারাকপুরের নৈহাটি বিধানসভা এলাকায় সভা করেন তিনি। সেখানেই আবাস যোজনার টাকা নিয়ে টোপ দেন মন্ত্রী।
[আরও পড়ুন: বিবাহিত মহিলাকে নিয়ে পালানোর শাস্তি! যুবককে জুতো চাটিয়ে মূত্রপান করানো হল মধ্যপ্রদেশে]
ঠিক কী বলেছেন পার্থ? প্রচারে গিয়ে তৃণমূল নেতা (TMC Leader) বলেন, “যে পঞ্চায়েতে তৃণমূল লিড পাবে সেখানকার বাসিন্দারা ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা পাবেন।” এই মন্তব্যে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে। লাগু হয়েগিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থীর ‘টোপ’ নিয়ে পালটা পার্থ ভৌমিককে বিঁধেছেন বিরোধীরা। কটাক্ষ করতে ছাড়েননি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংও (Arjun Singh)।