বিক্রম রায়, কোচবিহার: সাংসদ তিনি। তাঁর কাঁধে কোচবিহারের মানুষকে ভাল রাখার গুরুদায়িত্ব। তবে করোনা আবহে একেবারে অন্য রূপে সকলের সামনে ধরা দিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মিউজিক ভিডিও প্রকাশ করলেন তিনি। তাঁর গান মন ছুঁয়েছে নেটিজেনদের।
প্রায় চার মিনিটের ওই মিউজিক ভিডিওয় নিজেই গান গেয়েছেন নিশীথ প্রামাণিক। ‘জনমানবহীন লকডাউনে মোরা খুঁজে পেয়েছি মোরা জীবনের আঁধার’ এভাবেই গানটি শুরু করেছেন তিনি। ভিডিওর মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের কথা তুলে ধরেছেন বিজেপি সাংসদ। স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের সম্মান জানিয়েছেন তিনি। করোনার পাশাপাশি কালবৈশাখীর কথাও তুলে ধরেছেন নিশীথ প্রামাণিক। খুব তাড়াতাড়ি অন্ধকার কেটে আবার সকলে আলোর দিশা পাবেন বলে গানের মাধ্যমে আশাপ্রকাশ করেছেন তিনি। মানুষই শেষ পর্যন্ত জয়ী হবে বলে গানে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। পরিস্থিতি মোকাবিলায় গোটা ভারতকে হাতে হাত মিলিয়ে লড়তে হবে বলে মত তাঁর।
[আরও পড়ুন: ফের বিজেপি নেতার জালিয়াতি! ভুয়ো কার্ডে রেশন তোলার সময় হাতেনাতে ধরলেন স্থানীয়রা]
তাঁর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। মন ছুঁয়েছে নেটিজেনদের। সাংসদকে এক্কেবারে অন্যরকম অবতারে দেখে খুশি তাঁর অনুগামীরা। সকলেই মিউজিক ভিডিওর বেশ প্রশংসা করেছেন। রাজনীতি ছাড়াও সাংস্কৃতিক ময়দানেও তাঁর যথেষ্ট দখল রয়েছে বলেই দাবি নেটিজনেদের। শুধু মিউজিক ভিডিও প্রকাশই নয়। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকেও চমক দিয়েছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন। তারপর কোচবিহার থেকে বিজেপির হয়ে ভোটে লড়েন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী। তাঁকে হারিয়ে সাংসদ হন নিশীথ প্রামাণিক।
[আরও পড়ুন: আমফানের দাপটে ভেঙেছে বাসা, মুক্ত বিহঙ্গদের কৃত্রিম নীড়ে ফেরাচ্ছে হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থা]
The post বিজেপি সাংসদের অন্য রূপ, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে গান গাইলেন নিশীথ প্রামাণিক appeared first on Sangbad Pratidin.