সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশভ্যানে বসেই বিয়ারে গলা ভিজিয়ে নিচ্ছিলেন এক পুলিশ কর্মী। আর সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই শুরু হয় যায় তীব্র বিতর্ক। কেন একজন পুলিশকর্মী ডিউটি টলাকালীন এ কাজ করলেন, সে প্রশ্ন করেন অনেকেই। তারপরই গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
[সঙ্গী কি অফিসে পরকীয়ায় লিপ্ত? কোন লক্ষণে বুঝবেন?]
ভিডিওটিতে দেখা গিয়েছিল, এক পুলিশ কর্মী একটি বিয়ারের ক্যান হাতে নিয়ে পুলিশের গাড়ির ভিতর বসে রয়েছেন। গাড়িটি দাঁড়িয়ে ছিল আলিশান নামে একটি হোটেলের সামনে। বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই রাজকোট গ্রামীণ পুলিশের এসপি অন্তরীপ সুদ তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, ‘১৪ জন শিক্ষানবীশ চালকদের এদিন ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিডিওটিতে দেখা যায় ভ্যানটি ডিউটিতে ছিল। এরপরেই আমরা তদন্তের নির্দেশ দিয়েছি।’
[ব্রহ্মসের ল্যান্ড অ্যাটাক ভারসনের সফল উৎক্ষেপণ করল নৌসেনা]
ঠিক কতজন পুলিশ কর্মী দিউতে গিয়েছিল, সেটা তদন্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে এসপি বলেন, ‘আমরা গাড়িটির লগবুকও পরীক্ষা করব। দেখতে হবে গাড়িটির কোথায় যাওয়ার কথা ছিল। এটা শৃঙ্খলাভঙ্গের ঘটনা। আমরা গাড়িটিকে ফিরিয়ে আনব। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
[ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা]
The post পুলিশ ভ্যানে বসে বিয়ার খাচ্ছেন কর্মী, তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের appeared first on Sangbad Pratidin.