shono
Advertisement

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ৪ জঙ্গি

পুঞ্চ সীমান্তে সংঘর্ষে মৃত এক পুলিশকর্মী, আহত আরও এক৷ The post কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Sep 11, 2016Updated: 12:39 PM Sep 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৪ জঙ্গি৷ মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীরও৷

Advertisement

রবিবার সকালে উত্তর কাশ্মীরের নওগাম এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে৷ জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, নওগামের সীমান্ত এলাকা দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা৷

এর কিছুক্ষণ পরই পুলিশের কাছে খবর আসে, পুঞ্চ জেলার উপকণ্ঠে এক নির্মীয়মাণ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে জঙ্গিরা৷ বিশাল পরিমাণে অস্ত্রশস্ত্রও মজুত করা হয়েছে৷ খবর পেয়ে ভবনের সামনে পৌঁছাতেই পুলিশবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা উত্তর দেন উপত্যকার নিরাপত্তাবাহিনীও৷ভবনের কাছেই সেনাবাহিনীর এক শিবির রয়েছে৷ খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় সেনা৷

দু’পক্ষের গুলি বিনিময়েই এক পুলিশকর্মীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও এক সাব-ইন্সপেক্টর৷

The post কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ৪ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement