shono
Advertisement

বাংলাদেশে অনলাইনে মধুচক্রের রমরমা কারবার, পর্দা ফাঁস পুলিশের

রাজধানী ঢাকাতেই রমরমিয়ে এসকর্ট সার্ভিসের জাল। The post বাংলাদেশে অনলাইনে মধুচক্রের রমরমা কারবার, পর্দা ফাঁস পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Apr 18, 2018Updated: 01:25 PM Jul 13, 2018

সুকুমার সরকার, ঢাকা: চোখ ধাঁধানো ওয়েবসাইট৷ গোটা ওয়েবসাইট জুড়ে লাস্যময়ীদের ছবি৷ বিভিন্ন পোজে তোলা যৌন আবেদনের ছবির নিচে দেওয়া যোগাযোগের ফোন নম্বর৷ তারপর বাকি দরাদরি ফোনেই৷ ‘ডিল’ ফাইনাল হলেই গ্রাহকের বলে দেওয়া ঠিকায় পৌঁছে যেত রহিমা, নার্গিসরা৷

Advertisement

খোদ রাজধানী ঢাকা শহরের বুকে প্রায় কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল অনলাইনে মধুচক্রের ব্যবসা৷ গোপন সূত্রে খবর পয়ে ঢাকা পুলিশ ওই ওয়েবসাইটে অফিসে হানা দেয়৷ পুলিশের হস্তক্ষেপে লাটে ওঠে যৌন ব্যবসা৷ বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ডেপুটি কমিশনার মহম্মদ আলিমুজ্জামান জানান, মাহতাব রফিক অনলাইন ওয়েবসাইট খুলে এবং সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে এসকর্ট সার্ভিসের ব্যবসা করছিলেন৷ পুলিশ এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ৮টি গ্রুপ এবং ৬টি পেজ খুঁজে পেয়েছে যেগুলির অ্যাডমিন ওই রফিক মিঞা৷ পেজগুলিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বয়সী মেয়েদের প্রোফাইল ও যৌন উদ্দীপক ছবি দেওয়া হত৷

গ্রাহকরা অনলাইনে প্রোফাইল দেখে তাদের আগ্রহ জানাতেন৷ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হতো এসব অনলাইন গ্রুপ এবং পেজে৷ এ গ্রুপে সবাই ঢুকতে পারতেন না৷ মাহতাব রফিকের বিরুদ্ধে আইটি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে৷ মাস দু’য়েক আগে একটি প্রতিবেদনের সূত্র ধরে অনলাইনে ঢাকায় ‘স্কোয়াট সার্ভিস’ অর্থাৎ সঙ্গী সরবরাহের ব্যবসা চালানোর বিষয়ে অনুসন্ধান শুরু করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট৷ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বেশ কতগুলি সাইট ও ফেসবুক পেজের সন্ধান পায় যেগুলির মাধ্যমে যৌনকর্মী সরবরাহের বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল৷

আলিমুজ্জামান জানান, এ পেজ খুলে যৌনকর্মী সরবরাহের সার্ভিস যেমন দেওয়া হচ্ছিল, একইসঙ্গে আগ্রহী গ্রাহকদের ব্ল্যাকমেল করা হচ্ছিল৷ এসবের সঙ্গে জড়িত থাকার জন্য পুলিশ সেসময় সাত জনকে আটক করে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷  সেই প্রক্রিয়ায় সোমবার মাহতাব রফিককে ধরা হয়৷ এসব সাইট কারা ব্যবহার করতো, কারা কারা এই ব্যবসার সঙ্গে জড়িত, গোটা চক্রকে সন্ধান শুরু করেছে পুলিশ৷ রফিক পুলিশকে জানিয়েছে, সে ব্রিটেন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে দেশে গিয়ে গার্মেন্টস ব্যবসা করেছে৷ চট্টগ্রাম চেম্বার অব কমার্সের একজন সদস্য বলেও দাবি করেছে৷ পুলিশ অবশ্য তার এইসব বক্তব্য তদন্ত করে দেখছে৷

The post বাংলাদেশে অনলাইনে মধুচক্রের রমরমা কারবার, পর্দা ফাঁস পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement