সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্দিকে লাগানো হয়েছে বেলুন৷ সাজানো হয়েছে প্রবেশপথ৷ আনা হয়েছে এলাহি কেক৷ জিম করবেট টাইগার রিজার্ভের ভিতরে কি তবে কারও জন্মদিন পালন হচ্ছে? কিন্তু হবেটা কার? ঘটা করে বন্যপ্রাণীদের জন্মদিন পালন হয় বলে তো বিশেষ শোনা যায় না৷ সেই পুরনো ধ্যানধারণাকেই বদলে দিল বন্যপ্রাণ সংরক্ষণালয় কর্তৃপক্ষ৷ বেশ ধুমধাম করে পালন করা হয় এক হস্তিশাবকের ১ বছরের জন্মদিন৷
[আরও পড়ুন: শাহী কেরামতি! ভোটাভুটি ছাড়াই বাতিল ৩৭০ ধারা, কীভাবে জানেন?]
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৭-র ফেব্রুয়ারিতে কর্ণাটক থেকে ন’টি হাতিকে করবেট টাইগার রিজার্ভে আনা হয়৷ তাদের মধ্যেই কাচাম্বা নামে একটি গর্ভবতী হাতিকে আনা হয়৷ ওই হাতিটি একটি শাবকের জন্ম দেয়৷ আদর করে পরিবারের সর্বকনিষ্ঠ হাতিশাবকের নাম রাখা হয় – শাওয়ান৷ সদ্যই এক বছর বয়স হয় খুদের৷ আদরের শাওয়ানের জন্মদিন ভাল করে পালন করার ইচ্ছা ছিল করবেট টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের৷
বনাধিকারিক আর কে তিওয়ারি বলেন, ‘‘ছোট থেকেই কলা থেকে বড্ড ভালবাসে শাওয়ান৷ তাই ভেবেছিলাম ওর পছন্দসই খাবার আনা হবে জন্মদিনে৷ কিন্তু তারপর ভাবলাম ওর জন্মদিনটা একটু অন্যরকম হোক৷ তাই কেক তৈরি করে জন্মদিন পালনের কথা ভাবি৷’’
কেক বানানোর দায়িত্ব দেওয়া হয় এক মাহুতকে৷ তিনি গুড়, ময়দা, কলা দিয়ে ১৪০ কেজি ওজনের শাওয়ানের পছন্দসই কেক তৈরি করেন৷ গাঁদা ফুল, বেলুন দিয়ে ওই কেকটিকে সাজানো হয়৷ মায়ের পাশে দাঁড়িয়ে দিব্যি মজায় ওই কেকের উপর একেবারে লাফিয়ে পড়ে হস্তিশাবকটি৷ আনন্দ করে খায় সে৷ ওই সংরক্ষণালয়ে থাকা অন্যান্যদের দেওয়া হয় কেকের ভাগ৷ শাওয়ানের জন্মদিনের জন্য তৈরি কেক চেটেপুটে উপভোগ করে তারাও৷
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে উত্তাল রাজ্যসভা, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ল পিডিপি সাংসদরা]
এখন প্রশ্ন হল, যার জন্য এত আয়োজন, সে কি আদৌ বুঝল? মাহুতের দাবি, ছোট হাতি বলে যে শাওয়ান বিশেষ আয়োজনের বিষয়টি বুঝতে পারেনি, তা একেবারেই নয়৷ দিব্যি বুঝেছে সবকিছু৷ আচরণেই নাকি মাহুতের কাছে নিজের মনের ভাবপ্রকাশ করেছে শাওয়ান৷
The post জন্মদিনে ১৪০ কেজির কেক কেটে মহা খুশি গজরাজ, মাথা নেড়ে অভিব্যক্তি প্রকাশ appeared first on Sangbad Pratidin.