shono
Advertisement

Breaking News

জন্মদিনে ১৪০ কেজির কেক কেটে মহা খুশি গজরাজ, মাথা নেড়ে অভিব্যক্তি প্রকাশ

গত বছর আগস্টে জন্মেছিল ওই হস্তিশাবকটি৷ The post জন্মদিনে ১৪০ কেজির কেক কেটে মহা খুশি গজরাজ, মাথা নেড়ে অভিব্যক্তি প্রকাশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Aug 05, 2019Updated: 03:19 PM Aug 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্দিকে লাগানো হয়েছে বেলুন৷ সাজানো হয়েছে প্রবেশপথ৷ আনা হয়েছে এলাহি কেক৷ জিম করবেট টাইগার রিজার্ভের ভিতরে কি তবে কারও জন্মদিন পালন হচ্ছে? কিন্তু হবেটা কার? ঘটা করে বন্যপ্রাণীদের জন্মদিন পালন হয় বলে তো বিশেষ শোনা যায় না৷ সেই পুরনো ধ্যানধারণাকেই বদলে দিল বন্যপ্রাণ সংরক্ষণালয় কর্তৃপক্ষ৷ বেশ ধুমধাম করে পালন করা হয় এক হস্তিশাবকের ১ বছরের জন্মদিন৷

Advertisement

[আরও পড়ুন: শাহী কেরামতি! ভোটাভুটি ছাড়াই বাতিল ৩৭০ ধারা, কীভাবে জানেন?]

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৭-র ফেব্রুয়ারিতে কর্ণাটক থেকে ন’টি হাতিকে করবেট টাইগার রিজার্ভে আনা হয়৷ তাদের মধ্যেই কাচাম্বা নামে একটি গর্ভবতী হাতিকে আনা হয়৷ ওই হাতিটি একটি শাবকের জন্ম দেয়৷ আদর করে পরিবারের সর্বকনিষ্ঠ হাতিশাবকের নাম রাখা হয় – শাওয়ান৷ সদ্যই এক বছর বয়স হয় খুদের৷ আদরের শাওয়ানের জন্মদিন ভাল করে পালন করার ইচ্ছা ছিল করবেট টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের৷

বনাধিকারিক আর কে তিওয়ারি বলেন, ‘‘ছোট থেকেই কলা থেকে বড্ড ভালবাসে শাওয়ান৷ তাই ভেবেছিলাম ওর পছন্দসই খাবার আনা হবে জন্মদিনে৷ কিন্তু তারপর ভাবলাম ওর জন্মদিনটা একটু অন্যরকম হোক৷ তাই কেক তৈরি করে জন্মদিন পালনের কথা ভাবি৷’’

কেক বানানোর দায়িত্ব দেওয়া হয় এক মাহুতকে৷ তিনি গুড়, ময়দা, কলা দিয়ে ১৪০ কেজি ওজনের শাওয়ানের পছন্দসই কেক তৈরি করেন৷ গাঁদা ফুল, বেলুন দিয়ে ওই কেকটিকে সাজানো হয়৷ মায়ের পাশে দাঁড়িয়ে দিব্যি মজায় ওই কেকের উপর একেবারে লাফিয়ে পড়ে হস্তিশাবকটি৷ আনন্দ করে খায় সে৷ ওই সংরক্ষণালয়ে থাকা অন্যান্যদের দেওয়া হয় কেকের ভাগ৷ শাওয়ানের জন্মদিনের জন্য তৈরি কেক চেটেপুটে উপভোগ করে তারাও৷

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে উত্তাল রাজ্যসভা, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ল পিডিপি সাংসদরা]

এখন প্রশ্ন হল, যার জন্য এত আয়োজন, সে কি আদৌ বুঝল? মাহুতের দাবি, ছোট হাতি বলে যে শাওয়ান বিশেষ আয়োজনের বিষয়টি বুঝতে পারেনি, তা একেবারেই নয়৷ দিব্যি বুঝেছে সবকিছু৷ আচরণেই নাকি মাহুতের কাছে নিজের মনের ভাবপ্রকাশ করেছে শাওয়ান৷

The post জন্মদিনে ১৪০ কেজির কেক কেটে মহা খুশি গজরাজ, মাথা নেড়ে অভিব্যক্তি প্রকাশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার