shono
Advertisement

চাকরির বাজারে করোনার মার, বাংলাদেশে কর্মহীন লক্ষ লক্ষ মানুষ

রাজধানী ঢাকায় করোনা কালে চাকরি হারানোর হার ৭৬ শতাংশ। The post চাকরির বাজারে করোনার মার, বাংলাদেশে কর্মহীন লক্ষ লক্ষ মানুষ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM Sep 29, 2020Updated: 04:12 PM Sep 29, 2020

সুকুমার সরকার, ঢাকা: করোনা মহামারীর জেরে বিশ্বে দেখা দিয়েছে মন্দার পরিস্থিতি। প্রায় সব দেশের অর্থনীতিই জোর ধাক্কা খেয়েছে। এহেন সময়ে বাংলাদেশও কর্মহীন হয়ে পড়েছেন কয়েক লক্ষ মানুষ।

Advertisement

[আরও পড়ুন: ১৬ ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রকাশিত হবে রাজাকারদের ‘আংশিক’ তালিকা]

সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। বিশেষত ধাক্কা খেয়েছে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম। ওই দুই শহরাঞ্চলে কর্মরত প্রায় ৬৮ শতাংশ মানুষ অতিমারী-কালে চাকরি খুইয়েছেন। সমীক্ষায় জানা গিয়েছে, শুধুমাত্র রাজধানী ঢাকাতে করোনা কালে চাকরি হারানোর হার ৭৬ শতাংশ। বন্দরশহর চট্টগ্রামে কাজ হারিয়েছেন ৫৯ শতাংশ মানুষ। দিন আনা-দিন খাওয়া মানুষদের রোজগার কমেছে ভয়াবহ হারে। ৯০ শতাংশের বেশি ব্যবসায়ীদের আয়, স্বাভাবিক কারণেই কমেছে ভয়ঙ্কর ভাবে।
দৈনিক বেতনভুক মহিলা কর্মচারীদের রোজগারে ধাক্কা লেগেছে অপেক্ষাকৃত বেশি। এর সঙ্গে তাল মেলাতে খাওয়া-খরচ কমিয়ে ফেলেছে প্রায় ৬৯ শতাংশ পরিবার।

উল্লেখ্য, বাংলাদেশে ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে এবার দেখা দিয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা। তাই পরিস্তিতি সামাল দিতে সম্প্রতি রোডম্যাপ তৈরি করার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সেখানে উল্লেখ করা হয়, কোভিড-১৯ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং হাসপাতালের সেবার পরিধি ও মান উন্নয়ন করা হয়েছে। তবে যেসব দিকে এখনো ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করে পূর্ণ প্রস্তুতি নিতে হবে। জাতীয় কমিটির সদস্যরা জানান, কয়েক সপ্তাহ ধরে দেশে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এ হার এখনও স্বস্তিকর মাত্রায় পৌঁছায়নি।

[আরও পড়ুন: কেঁচো খুড়তে কেউটে! অপহরণ, খুনে বাংলাদেশে ধৃত যুবলিগ নেতার কীর্তিতে তাজ্জব গোয়েন্দারা]

The post চাকরির বাজারে করোনার মার, বাংলাদেশে কর্মহীন লক্ষ লক্ষ মানুষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement