সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিনে বেড়েছিল উদ্বেগ। কারণ দীর্ঘদিন পর ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যা কম ছিল। আর এদিন সন্ধেয় রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে কপালের ভাঁজ আরও গভীর হল। ছটপুজোর দিন জানা গেল, সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।
এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২৬ জন। যার মধ্যে সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায় (৮৮০)। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৭৪)। চিন্তা বাড়িয়ে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২২৬, ১৭৮, ৩০৩ এবং ২১০ জন। এদিকে উত্তরবঙ্গের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দার্জিলিং। সেখানে একদিনে সংক্রমিত ১০৪। সবমিলিয়ে এদিন বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন।
[আরও পড়ুন: ছটপুজোর মঞ্চে রাজু বন্দ্যোপাধ্যায়ের পাশে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, তুঙ্গে জল্পনা]
রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৯৯ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। বেড়েছে গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডজয়ীর সংখ্যাও। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৮৫০ জন। যা গতকালের তুলনায় বেশকিছুটা কম। ফলে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ১৫ হাজার ৬০৯ জন। শতাংশের হিসেবে ৯২.৫৪।
তবে সংক্রমণের মতোই এখনও বাগে আনা যায়নি মৃত্যুও। মাঝে কয়েকদিন দৈনিক মৃতের সংখ্যা ৫০-এর নিচে নামলেও আবার তা বাড়ছে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। এখনও পর্যন্ত বাংলায় করোনা প্রাণ কেড়েছে ৭ হাজার ৯২৩ জনের। তবে যতদিন না ভ্যাকসিন হাতে আসছে, ট্রেসিং, ট্র্যাকিং ও টেস্টিংয়ের মধ্য দিয়েই করোনা রোগীকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৫৯টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত ৫৪ লক্ষ ৩৪ হাজার ১০৩ টি করোনা পরীক্ষা করা হয়েছে।