দাপট কমছে না করোনা ভাইরাসের। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০,২৭,০৭৫। মৃত্যু হয়েছে ৪১,৫৮৫ জনের। বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬৬৬। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯৫৪। একমাত্র আশা সুস্থতার হার। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০. ৪৫: কোনওরকমে সৎকার করা হচ্ছে দেহ। মাটির নিচ থেকে বেরিয়ে থাকছে দেহাংশ। এমনই অভিযোগে উত্তাল হুগলির আরামবাগ।
রাত ১০.০৭: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পূর্বঘোষিত লকডাউন প্রত্যাহার করে নিল তমলুক পুরসভা। এ বিষয়ে পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন, “আগামী সপ্তাহের শুরু থেকে যে পাঁচ দিন পূর্ণ দিবসের লকডাউন ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”
রাত ৯.৫০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ২,৯১২ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথমস্থানে ফের কলকাতা।
সন্ধে ৮. ৫০: করোনার জীবাণু মিলল মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিকের শরীরে।
সন্ধে ৮. ৪৫: এবার করোনা আক্রান্ত ভারতীয় হকি দলের অধিনায়ক-সহ চার খেলোয়াড়।
সন্ধে ৮.২৪: মধ্যপ্রদেশে নতুন আক্রান্ত ৭৩৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের।
সন্ধে ৮.২২: গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের ২৭৮ জনের শরীরে থাবা বসাল করোনা ভাইরাস।
সন্ধে ৭.৫২: করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। সেই নিয়ম ভেঙ্গে স্কুটারে গোটা শহর ঘুরলেন আক্রান্ত। এতেই সংক্রমণের আতঙ্ক বেড়েছে কোচবিহারবাসীর মনে।
সন্ধে ৭. ৩২: এবার করোনা আক্রান্ত বাংলাদেশ ও ভারতের বিখ্যাত অভিনেত্রী ফিরদৌসী মজুমদার ও তাঁর স্বামী রামেন্দু মজুমদার।
সন্ধে ৬. ৫৫: শুটিং ফ্লোরে বয়স্কদের নিয়ে মহারাষ্ট্র সরকারের জারি করা বিধিনিষেধের প্রেক্ষিতেই শুক্রবার বম্বে হাইকোর্টে জিতল ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইম্পা)। ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের সিনেমা ও ধারাবাহিকের শুটিং সেটে যাওয়ার অনুমতি দিল বম্বে হাই কোর্ট।
সন্ধে ৬.১৫: তৃতীয় লিঙ্গের মানুষরাও হতে পারেন করোনা সংক্রমিত। সে বিষয়টি মাথায় রেখে এম আর বাঙ্গুর হাসপাতালে ৬ বেড নির্দিষ্ট করা হল। ওই ছ’টি বেডে চিকিৎসা পাবেন শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষেরা। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এ যেন এক যুগান্তকারী সিদ্ধান্ত।
সন্ধে ৬.০৪: আপাতত স্থিতিশীল করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পা।
সন্ধে ৬.০১: দিল্লি স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ১৭ হাজার ৭৭৩ অ্যান্টিজেন টেস্ট হয়েছে।
বিকেল ৫.৫৯: দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ১৯২ জন।
বিকেল ৫.৪৬: ১০ আগষ্ট থেকে সম্পূর্ণভাবে খুলছে বালুরঘাটের জেলা আদালত। বিচারপ্রার্থীদের পাশাপাশি আদালতের সঙ্গে যুক্ত আইনজীবী ও ল ক্লার্কদের কথা ভেবে এই সিদ্ধান্ত।
বিকেল ৫.৪৫: ভাতা বৃদ্ধির দাবিতে আগামিকাল থেকে আন্দোলনের ডাকা বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের।
বিকেল ৫.৪৪: করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।
বিকেল ৫.২০: মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত ১৯ জন।
দুপুর ৩.১৭: বিহারে নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ৬৪৬ জন।
দুপুর ২.৫৪: করোনা আক্রান্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।
দুপুর ১.৫৬: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ২৪৪ জন।
দুপুর ১.২৭: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ হাজারের গণ্ডি।
দুপুর ১.১: দিল্লিতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
বেলা ১২.৩৩: কেষ্টপুরে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতেই পড়ে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ। উঠল সরকারি অসহযোগিতার অভিযোগ।
সকাল ১১.৪৮: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২৯৯ জন।
সকাল ১১.১৬: ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৮৩৩ জন।
সকাল ১১.০১: তেলেঙ্গানায় নতুন করে করোনা আক্রান্ত ২ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
সকাল ১০.৫৫: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৪২২ জন। মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
সকাল ১০.১৫: লকডাউনে শুনশান কাশ্মীর উপত্যকা।
সকাল ১০.১২: নয়ডার গৌতম বুদ্ধ নগরে নতুন কোভিড হাসপাতালের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সকাল ৯.৫৮: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২ হাজার ৫৩৮ জন।
সকাল ৮.৪৬: প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। করোনা সংক্রমণ ধরার পরার পর থেকেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
সকাল ৮.৪৪: ৬ আগস্ট পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ১৩৪ জনের, জানাল ICMR।
সকাল ৮.১৯: নতুন করে ৩৮ শতাংশ করোনা সংক্রমণের খবর মিলছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও বিহার থেকে।
সকাল ৭.৩৪: ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্ত ৫৩ হাজার ১৩৯জন।
The post মাটির নিচ থেকে বেরিয়ে থাকছে করোনায় মৃতের দেহাংশ! সৎকারে গাফিলতির অভিযোগ এবার আরামবাগে appeared first on Sangbad Pratidin.