shono
Advertisement

Breaking News

করোনা আবহেই খুলল দাসনগরের স্কুল, সামাজিক দূরত্ব মেনে ক্লাস করল পড়ুয়ারা

প্রশাসনের নির্দেশ অমান্য করে স্কুল খোলায় শুরু বিতর্ক। The post করোনা আবহেই খুলল দাসনগরের স্কুল, সামাজিক দূরত্ব মেনে ক্লাস করল পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 AM Aug 12, 2020Updated: 10:31 PM Aug 12, 2020

বেলাগাম করোনা সংক্রমণ। এই মুহূর্তে ভারতে আক্রান্ত ২৩ লক্ষ ২৯ হাজার ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৯১ জনের। বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৩৩৬। মৃত্যু হয়েছে ২,২০৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০. ১৬: করোনার কারণে প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল। কতদিনে স্কুল খুলবে তা নিয়েও সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের দাবি মেনে খুলল ঘাটালের দাসনগরের একটি স্কুল। সামাজিক দূরত্ব মেনেই করানো হয় ক্লাস।  এই নিয়ে শুরু বিতর্ক।

রাত ১০. ১৪: মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১,১৩২ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। 

রাত ৯.০০: করোনাকে পরাস্ত করে ঘরে ফিরলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।

সন্ধে ৮.৩৫: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,৯৩৬ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের। আর এই একদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৯৯৬ জন।

সন্ধে ৮.১০: একদিনে মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১২, ৭১২ জন।

সন্ধে ৭. ৪২:  প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুজো চলছে বীরভূমের মিরাটির ঘরে ঘরে।

সন্ধে ৭. ২২: মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের দ্রুত আরোগ্য কামনা করে বুধবার কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন তাঁ অনুগামীরা। প্রত্যেকের হাতে ছিল মন্ত্রী  ছবি, পোস্টার ও দলীয় পতাকাও। 

সন্ধে ৭. ২০: একদিনে কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৭,৮৮৩ জন। মৃত্যু হয়েছে ১১৩ জনের। 

সন্ধে ৬.৪৫: এবার করোনা আক্রান্ত কেন্দ্রের আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক। টুইট করে নিজেই জানিয়েছেন অসুস্থতার কথা।  

সন্ধে ৬. ২৪: তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫,৮৭১ জন। মৃত্যু হয়েছে ১১৯ জনের।

সন্ধে ৬. ১৫: খড়গপুরের পর এবার করোনার নতুন হটস্পট হতে চলেছে মেদিনীপুর শহর। একদিনে সেখানকার ১৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। 

বিকেল ৫.৫১: ভিয়েনা, মিলান, মাদ্রিদ, কোপেনহেগেন ও স্টকহোমে নিজেদের এয়ার স্টেশন বন্ধ করছে এয়ার ইন্ডিয়া। কবে থেকে সেগুলি বন্ধ হবে, তা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন কর্তারা।

বিকেল ৫.৪৯: দিল্লির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের আমন্ত্রণ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হবে।

বিকেল ৫.৩৩: করোনা আক্রান্ত হয়ে পুদুচেরির প্রাক্তন মন্ত্রীর মৃত্যু।

বিকেল ৫.১২: বাংলার লকডাউনের দিন ফের বদল। ২৮ আগস্ট লকডাউন থাকছে না। জানাল রাজ্য।

বিকেল ৪.০০: ২০, ২১, ২৭, ২৮, ও ৩১ আগস্ট বাংলায় সম্পূর্ণ লকডাউনের কারণে ওই দিনগুলিতে স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা স্থগিত রাখা হবে বলে জানাল রেল।

দুপুর ৩.২০: কোভিড চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রান্তে অব্যবস্থার অভিযেগ উঠেছে। সেগুলি সামাল দিতে কেন্দ্র প্রাক্তন বিচারপতির নেতৃ্ত্বে বিশেষ কমিটি গঠন করুক। এই দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুখুবার তার শুনানি। এ নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল আদালত। 

দুপুর ৩.১১: উত্তরপ্রদেশের বিআরডি হাসপাতালে করোনা চিকিৎসার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দুপুর ২.৪৯: মহারাষ্ট্রে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিতে অভিনব উদ্যোগ। নাগপুর পুরসভার তরফে জানানো হয়েছে, কোভিড হাসপাতালের ৮০ শতাংশ শয্যার ভাড়া সরকারের বেঁধে দেওয়া হারেই নিতে হবে। বাকি ২০ শতাংশ শয্যার বিল নিজেদের নীতি মেনে করতে পারবে। 

দুপুর ২.২৬: রাশিয়ার ভ্যাকসিনের প্রথম দফা দু সপ্তাহের মধ্যে বাজারে আসবে। জানিয়ে দিলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। 

দুপুর ১.৪৭: ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অর্থই নেই। জানাল রাশিয়া।

দুপুর ১.৩০: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ২৬৪ জন পুলিশ কর্মী। ফলে সে রাজ্যে সংক্রমিত পুলিশের মোট  সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৩৯২ জন। 

দুপুর ১.১৫: ডিসইনফেক্টেড টানেল নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট।  এি টানেল তৈরি, বিক্রি ও বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। 

দুপুর ১.১২: হুবালির রেল মিউজিয়ামের ম্যানিকুইনের মুখে পরানো হল মাস্ক। করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ। 

দুপুর ১.০০: প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। 

বেলা ১২.৩৭: করোনার জেরে ফুটবল বিশ্বকাপ ও আসিয়ান কাপের যোগ্য অর্জন পর্বের ক্রীড়াসূচিতে বদল। দুই টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের ম্যাচগুলি পিছিয়ে গেল। ২০২০ সালের অক্টোবর-নভেম্বূর নয়, ম্যাচগুলি হবে ২০২১ সালে। 

বেলা ১২.২৮: দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। 

বেলা ১২.২০: আইপিএলেও (IPL) করোনার থাবা। আক্রান্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিসান্ত ইয়াগনিক। 

দুপুর ১২.০০: পুদুচেরিতে করোনা সংক্রমিতের সংখ্যা ছয় হাজার ছাড়াল। 

সকাল ১১.২০: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল। 

সকাল ১১.০০: ওড়িশায় সংক্রমিতের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পার করল। 

সকাল ১০.৫২: আগামী কাল কর ব্যবস্থা নিয়ে বিশেষ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা হতে পারে আরও এক দফা আর্থিক প্যাকেজও।

সকাল ১০.৩৫: করোনা পরিস্থিতি ও লকডাউনের ভয়ানক প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। ILO-এর রিপোর্ট বলছে প্রতি দুজনের মধ্যে একজন যুবক-যুবতী অবসাদে ভুগছেন। 

সকাল ১০.১৫: উত্তরাখণ্ডের উধম নগরে কোভিড কেয়ার সেন্টারের অব্যবস্থা নিয়ে বিক্ষোভ। সমল্যার সমাধান হয়ে গিয়েছে বলে দাবি মুখ্য স্বাস্থ্য। আধিকারিকের। 

সকাল ১০.০৫: কর্ণাটকের মুখ্যমন্ত্রী করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। আগামিকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

সকাল ৯.৫৫: ফের একদিন ৬০ হাজার করোনা সংক্রমিতের হদিশ মিলল দেশে। মৃত্যু হয়েছে  ৮৩৪ জনের। 

সকাল ৯.৫০: গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় সাড়ে সাত লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। তথ্য দিল স্বাস্থ্যমন্ত্রক। 

সকাল ৯.৪২: ভ্যাকসিন নিয়ে আজ বৈঠকে বসবেন ভ্যাকসিন কমিটির সদস্যরা। কারা আগে ভ্যাকসিন পাবেন, তা ঠিক করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। 

সকাল ৯.৩৮: টানা সাতদিন আমেরিকা ও ব্রাজিলের দৈনিক সংক্রমণকে টেক্কা দিল ভারত। তথ্য দিয়ে এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সকাল ৯.৩০: অন্যান্য রাজ্যের চেয়ে গোয়ায় সবচেয়ে বেশি করোনা পরীক্ষা হচ্ছে বলে দাবি সেই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী। 

সকাল ৯.১৮: চিনে মূল ভূখণ্ডে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ লক্ষ। 

সকাল ৯.০৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। 

সকাল ৯.০০: অস্ট্রেলিয়ায় দ্বিতীয়  দফায় শুরু করোনা সংক্রমণ। চড়চড়িয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। 

সকাল ৮.৪৮: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৪৫ হাজার ৯১৮ জন।

সকাল ৮.৩৮: পুরুলিয়া পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত। ফলে আগামী ১০ দিন পুরসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সকাল ৮.৩৫: গত এক সপ্তাহে আমেরিকায় শিশুদের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।

সকাল ৮.২০: করোনা জয়ের পরও শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। কমছে ফুসফুসের ক্ষমতা। এবার কোভিডজয়ীদের সেই সমস্ত উপসর্গের উপর নজর রাখতে ও চিকিৎসা করতে দিল্লি এইমসে শুরু হল বিশেষ ক্লিনিক। 

সকাল ৮.১৫: গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত ৫২ হাজারেরও বেশি। মোট সংক্রমিতের সংখ্যা তিন লক্ষেরও বেশি। 

সকাল ৮.১২: রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। পুতিনের দেশ অযথা তাড়াহুড়ো করছে বলে জাবি তাঁদের। 

সকাল ৮.০০: উপসর্গহীনদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। জানাল কেন্দ্র।

The post করোনা আবহেই খুলল দাসনগরের স্কুল, সামাজিক দূরত্ব মেনে ক্লাস করল পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement