সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দেশে কমবয়সীদের জন্য আরও এক করোনা টিকার (Corona vaccine) অনুমোদন মিলল। ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এর আগে জাইডাস-ক্যাডিলা সংস্থার তৈরি জাইকোভ-ডি টিকা ছাড়পত্র পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি।
জাইকোভ-ডি (ZyCoV-D) কয়েকমাস আগেই ভারতের বাজারে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র পেয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার জন্য প্রস্তুত। তবে এখনও এ দেশে ছোটদের টিকাকরণ শুরু হয়নি। এখন ওমিক্রনের দাপটে ফের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত বায়োটেকের তৈরি ছোটদের টিকা ছাড়পত্র পাওয়ায় করোনার বিরুদ্ধে যুদ্ধে আরও শক্তিশালী হল বলেই আশাবাদী স্বাস্থ্যমহল।