অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: করোনার তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সামান্য অসাবধানতায় কাল হতে পারে। তার ফলে হু হু করে বাড়তে পারে সংক্রমণের গ্রাফ। এই পরিস্থিতিতে খানিক বেপরোয়া দার্জিলিং (Darjeeling)। মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে পর্যটকদেরও। গাড়িচালক এবং ব্যবসায়ীরাও করোনাবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট উদাসীন । যাতে সংক্রমণ কোনওভাবেই বেড়ে না যায় তাই দার্জিলিংয়ে শুরু পুলিশি ধরপাকড়।
শনিবার দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। ইতিমধ্যেই চারজনকে পর্যটককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোভিডবিধি না মানার অভিযোগ উঠেছে। আবার গাড়িচালক এবং ব্যবসায়ী মিলিয়ে মোট ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ একইরকম। মাস্ক (Mask) না পরে দেদার ব্যবসা চালিয়ে যেতে দেখা যাচ্ছে তাঁদের। যদিও বর্তমানে তাদের প্রত্যেককেই ছেড়ে দিয়েছে পুলিশ। এছাড়াও দার্জিলিং পুলিশের তরফে একাধিক হোটেল এবং হোম স্টেগুলিতে তল্লাশি অভিযান চালানো হয়। প্রকৃতপক্ষে কোভিডবিধি মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। সচেতনতা বাড়াতে প্রচারও করেন তাঁরা।