shono
Advertisement

‘মহামারী এখনও বিদায় নেয়নি’, দেশবাসীকে কড়া সতর্কবার্তা কেন্দ্রের

করোনার তৃতীয় ঢেউকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে, বলছে স্বাস্থ্যমন্ত্রক।
Posted: 09:36 PM Jul 09, 2021Updated: 09:36 PM Jul 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) নামক মহামারী এখনও বিদায় নেয়নি। অসতর্ক হলেই বিপদ। সংক্রমণের গতি কমলেও যে কোনও সময় তা ফের চরম আঘাত হানতে পারে। বাংলাদেশ, ব্রিটেন, রাশিয়ার মতো দেশকে দেখে শিক্ষা নিন। শুক্রবার দেশবাসীর উদ্দেশে এমনই সতর্কবার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Advertisement

আসলে করোনা সংক্রমণের গতি কিছুটা কমতে না কমতেই দেশজুড়ে ফের চরম অসতর্কতার ছবি ধরা পড়ছে। অনেক রাজ্যই লকডাউন বা বিধি নিষেধ পুরোপুরি শিথিল করে দিয়েছে। চলছে গণপরিবহণও। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরায় অনীহা, সামাজিক দূরত্ব না মানা এবং অন্যান্য করোনা বিধির প্রতি অনীহার ছবি স্পষ্ট। কাজের জায়গায় তো বটেই পর্যটন কেন্দ্রগুলিতেও উপচে পড়া ভিড়। যা রীতিমতো উদ্বেগের বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health)। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, “আমরা এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের এখনও করোনার বিরুদ্ধে উপযুক্ত আচরণ বিধি মেনে চলতে হবে।”

[আরও পড়ুন: কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট গবেষকরা! দ্রুত WHO’র ছাড়পত্র পাওয়ার পথে COVAXIN]

নীতি আয়োগের সদস্য তথা কেন্দ্রের কোভিড পরামর্শদাতা ডা. ভিকে পল বলছেন,”আমাদের অসতর্ক হওয়া চলবে না। আজকাল পর্যটনকেন্দ্রগুলিতে নতুন ঝুঁকি দেখা যাচ্ছে। যেখানে অনেক মানুষের জমায়েত হচ্ছে। শারীরিক দূরত্ব বা মাস্ক কোনওটাই দেখা যাচ্ছে না। এটা গভীর উদ্বেগের বিষয়। এটা আসলে করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে।” প্রসঙ্গত, এদিনে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে পর্যটনকেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ভিড় করার ছবি এবং ভিডিওও দেখানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement