shono
Advertisement

Breaking News

Coronavirus: করোনায় কী করণীয়? সাত রকমের মত চিকিৎসকদের

জেনে নিন কার কী পরামর্শ।
Posted: 10:30 AM Jan 21, 2022Updated: 10:58 AM Jan 21, 2022

বারবার করোনা (Coronavirus) চিকিৎসার গাইডলাইন পরিবর্তন। বিভ্রান্ত মানুষ। সমস্যায় চিকিৎসকদের একাংশও। করোনা উপসর্গ ও তার চিকিৎসা নিয়ে ‘সংবাদ প্রতিদিন’ বাংলা তথা ভারতসেরা সাত চিকিৎসকের কাছে তিনটি একই প্রশ্ন রেখেছে। কয়েকটি ব্যাপারে মতানৈক্য থাকলেও একটা বিষয় তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, বাড়িতে কেউ পজিটিভ হলেই পরিবারশুদ্ধ সকলের RT-PCR করানোর কোনও দরকার নেই। উপসর্গ দেখা দিলে তবেই কোভিড (COVID-19)টেস্ট করাতে হবে। পজিটিভ নয়, অথচ জ্বর- কাশি। সেক্ষেত্রে নিজেকে কোভিড পজিটিভ ভেবে নিয়ে ওষুধ খেতে হবে। জ্বর না কমলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। কো-মর্বিডিটি থাকলেও ঝুঁকি নেওয়া যাবে না। ডক্টর কনসালটেশন চাই। অ্যান্টিবায়োটিক, ভিটামিন, জিঙ্ক ট্যাবলেটের যে করোনায় কোনও ভূমিকা নেই সেই কথাও বেশিরভাগ ডাক্তার মনে করিয়ে দিয়েছেন। তবে পালস অক্সিমিটারের ব্যবহার নিয়ে মতের অমিল স্পষ্ট।

Advertisement

ডা: সুকুমার মুখোপাধ্যায় 

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    জ্বর না কমলে এইচআরসিটি স্ক‌্যান করতে হবে। জ্বর কমাতে প‌্যারাসিটামল। কাশি বন্ধে স্টেরয়েড ইনহেলার
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    হোম আইসোলেশন। কোমর্বিডিটি থাকলে ডাক্তারি পরামর্শ।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    নুন-জল দিয়ে গার্গল, অক্সিজেন স‌্যাচুরেশন ৯৪-এর নিচে থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে। অ‌্যান্টিবায়োটিক, ভিটামিন খাওয়ার দরকার নেই।

ডা: কুণাল সরকার 

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    জ্বরে প‌্যারাসিটামল। গলা খুসখুসে গার্গল। কাশি বাড়লে কাফ সিরাপ,অ‌্যান্টি হিস্টামিন ওষুধ।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    কোনওরকম চিকিৎসার প্রয়োজন নেই।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    কাশি বাড়লেই ইনহেলার নিতে হবে। তিনদিন পরেও যদি জ্বর না কমে, চিকিৎসকের পরামর্শ অবশ‌্যই নিতে হবে। সম্ভব হলে জেনোম সিকোয়েন্স করে স্ট্রেনের চরিত্র জানতে হবে।

ডা: অভিজিৎ চৌধুরী

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    জ্বরে প‌্যারাসিটামল। গলা খুসখুসে গার্গল। কাশি বাড়লে কাফ সিরাপ, অ‌্যান্টি হিস্টামিন ওষুধ।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    কোনওরকম চিকিৎসার প্রয়োজন নেই।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    কাশি বাড়লেই ইনহেলার নিতে হবে। তিনদিন পরেও যদি জ্বর না কমে, চিকিৎসকের পরামর্শ অবশ‌্যই নিতে হবে। সম্ভব হলে জিনোম সিকোয়েন্স করে স্ট্রেনের চরিত্র জানতে হবে।

ডা: শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    পুনরায় টেস্ট করতে হবে। নেগেটিভ হলে ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা বাঞ্ছনীয়। প‌্যারাসিটামল, অ‌্যান্টি-অ‌্যালার্জিক ট‌্যাবলেট চলবে।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    সাতদিন ঘরে থাকতে হবে।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    অক্সিজেন স‌্যাচুরেশন মাপতে হবে। জ্বর না কমলে ডাক্তারি পরামর্শ মেনে সিআরপি, সিবিসি, এইচআরসিটি স্ক‌্যান। অ‌্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই।

ডা: ধীমান গঙ্গোপাধ্যায়

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    নিজেকে কোভিড পজিটিভ ভেবে সাতদিন নিভৃতবাস। জ্বর, কাশির ওষুধ ছাড়া অন‌্য কিছু নয়।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    শুধু নিভৃতবাস। আলাদা ঘরে সাতদিন। কেউ বললেও কোনও ওষুধ খাবেন না।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    পাল্‌স অক্সিমিটারে মাঝেমধ্যে অক্সিজেন স‌্যাচুরেশন দেখুন। ১০০র উপর জ্বর এলে প‌্যারাসিটামল। অ‌্যান্টিবায়োটিক, ভিটামিন, জিঙ্ক–কিচ্ছু খাওয়ার দরকার নেই।

ডা: অমিতাভ নন্দী

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    এখন জ্বর-কাশি, গলা ব‌্যথা হলে সবার জন‌্যই একই চিকিৎসা। সবাইকে কোভিড প্রোটোকল মেনে ওষুধ খেতে হবে।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই
    উপসর্গ যখন নেই, তখন টেস্ট কেন? ইচ্ছেমতো টেস্ট নয়।
  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    ভুলেও আঙুলে পাল্‌স অক্সিমিটার লাগাবেন না। শ্বাসকষ্ট হলে চিকিৎসকের কাছে যান। জ্বর-কাশির ওষুধ খান। প্রয়োজনে অ‌্যান্টি-অ‌্যালার্জিক ট‌্যাবলেট চলুক।

ডা: যোগীরাজ রায়

  • পজিটিভ নয়, অথচ জ্বর-কাশি
    জ্বর হলে শুধু প‌্যারাসিটামল খাবেন। জ্বর দু-তিনদিনে না কমলে ডাক্তার দেখাতে হবে। দু’সপ্তাহের মধ্যে না কমলে টিবি পরীক্ষা জরুরি।
  • পজিটিভ, অথচ উপসর্গ নেই

সাতদিন ঘরে বসে থাকতে হবে।

  • পজিটিভ, জ্বর-কাশিও আছে
    জ্বর-কাশির ওষুধ খেতে হবে। প্রয়োজনে ব্লাড টেস্ট (সিবিসি) করাতে হবে। অ‌্যান্টিবায়োটিক দিতে হবে কি না, তা ডাক্তারবাবুরা ঠিক করবেন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement