shono
Advertisement

Breaking News

Coronavirus Update: আরও কমল রাজ্যের করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বাড়ল এই ২ জেলায়

সংক্রমণের শীর্ষে কলকাতাই, পরিস্থিতির উন্নতি উত্তর ২৪ পরগনায়।
Posted: 06:16 PM Jul 24, 2022Updated: 07:35 PM Jul 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে আরও কমল করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টার কোভিড (COVID-19) গ্রাফে অবশ্য সামান্য পরিবর্তন ঘটেছে। সংক্রমণ খানিকটা বৃদ্ধি পেয়ে বীরভূম, জলপাইগুড়ি জেলা উঠে এসেছে প্রথম পাঁচের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৮১৭ জন, যা শনিবারের তুলনায় খানিকটা কম। একদিনে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৬ জন। শনিবার মৃতের সংখ্য়া ছিল ৬। পজিটিভিটি রেট ১২.৪ শতাংশ।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া রবিবারের পরিসংখ্য়ান দেখলে বোঝা যাবে, সংক্রমণের শীর্ষে কলকাতা (Kolkata)। এখানে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। এর ঠিক পরেই উঠে এসেছে বীরভূম। একদিনে নতুন করে আক্রান্ত ২৩৮ জন। তৃতীয় স্থানে চলে গিয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। এতদিন সংক্রমণের তালিকা প্রথম দুই স্থানে কলকাতা আর উত্তর ২৪ পরগনার মধ্যে লড়াই চলছিল। এবার বীরভূম দখল করেছে দ্বিতীয় স্থান। কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে উত্তর ২৪ পরগনায়। শতাধিক সংক্রমণ নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে কোভিড পজিটিভ ১১৩ জন। 

[আরও পড়ুন: আজ দিনভর মেঘলা আকাশ, সোমবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে]

পরিসংখ্যান অনুযায়ী, করোনার প্রভাব সবচেয়ে কম ঝাড়গ্রামে। একদিনে মাত্র একজন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। শনিবার রাজ্যে করোনা পজিটিভিটি রেট ছিল ১২.৬৪ শতাংশ। রবিবার তা আরও কিছুটা কমে দাঁড়াল ১২.৪ শতাংশ। 

[আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: ১দিনের হেফাজতে অর্পিতা, সম্পত্তির সঙ্গে ‘পেঁয়াজ’, ‘আলিবাবা’র তুলনা ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার