সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাফল্যের একেবারে দোরগোড়ায় ভারত। ইতিমধ্যেই দেশে শুরু হয়েছে টিকাকরণ। প্রথম দু’দিনে প্রায় ২ লক্ষ ২৪ হাজার মানুষকে ভ্যাকসিন দিয়ে রেকর্ডও করে ফেলেছে দেশ। এরই মধ্যে এই মারণ ভাইরাস সংক্রমণের দৈনিক গ্রাফও অনেকটা স্বস্তি দিচ্ছে দেশকে। সোমবার দেশের দৈনিক মৃতের সংখ্যাটা কমতে কমতে নেমে এসেছে দেড়শোরও নিচে। শুধু তাই নয়, অনেকটা কমেছে দৈনিক সংক্রমণও।
[আরও পড়ুন: টিকা নেওয়ার পরদিনই উত্তরপ্রদেশে মৃত্যু হাসপাতাল কর্মীর, ভ্যাকসিনকেই দায়ী করল পরিবার]
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৮৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৭৭৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৪১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম।
[আরও পড়ুন:প্রথম দিনের টিকাকরণেই রেকর্ড ভারতের, রবিবার ভ্যাকসিন নিলেন আরও ১৭ হাজার জন]
গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৭ জন। যা আগের দিনের থেকে কম হলেও দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এই সংখ্যাটা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮ হাজার ১২ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ২ লক্ষ ১১ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৫ লক্ষ ৪৮ হাজার জনের।