সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মিটতেই করোনাসুরের থেকে মুক্তির পথে দেশ। গত ২৪ ঘণ্টা দেশ এবং রাজ্য দুই পরিসংখ্যানেই মিলল স্বস্তি। সার্বিকভাবে গোটা দেশেই কমল আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে কমল অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। গতকালও সংখ্যাটা ছিল আড়াই হাজারের সামান্য বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৩০ হাজার ৩৬২ জন। আগের দিনের থেকে অনেকটা কমেছে এই অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৫৪ জন।
[আরও পড়ুন: মোদির গুজরাটে উদ্ধার ৩১৭ কোটির জাল নোট, সমালোচনায় সরব বিরোধীরা]
শুধু দেশের নয়, রাজ্যের করোনা পরিসংখ্যানেও স্বস্তির ইঙ্গিত মিলেছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। যা আগের দিন ছিল ৯২। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৫,২৯৫। মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনার বলি ২১, ৫১২ জন।
[আরও পড়ুন: কর্ণাটকে হেরিটেজ তকমা পাওয়া মাদ্রাসা জবরদখল করে পুজো হিন্দুত্ববাদীরা! ভাইরাল ভিডিও]
মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৪৭ হাজার ৩৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণের গতি কমলেও টিকাকরণের গতির সঙ্গে আপস করতে চাইছে না সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৮৮ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লক্ষ টিকাকরণ হয়েছে।