shono
Advertisement

Coronavirus: ফের চোখ রাঙাচ্ছে করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত আগের দিনের প্রায় দ্বিগুণ, অনেক বাড়ল মৃত্যু

রাজধানী দিল্লির অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।
Posted: 10:01 AM Apr 18, 2022Updated: 10:01 AM Apr 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। দিল্লি-সহ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাজধানী দিল্লির অবস্থা রীতিমতো চিন্তার। গত ২ সপ্তাহে রাজধানীতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। দিল্লির সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে আরও একাধিক রাজ্য। যার জেরে দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২ হাজারেরও উপরে চলে গিয়েছে। আরও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। যা আগের দিনের থেকে ১২ শতাংশ বেশি। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস হয়েছে ১১ হাজার ৫৪২।

[আরও পড়ুন: তৃণমূল সুপ্রিমোর আহ্বানে সাড়া, অবিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট করে বৈঠকের উদ্যোগ শিব সেনার]

তবে সবচেয়ে উদ্বেগের পরিসংখ্যান সম্ভবত গত ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা। দিন কয়েক আগেই দেশের দৈনিক মৃত্যু নেমে এসেছিল এক অঙ্কে। সেটাই এদিন বেড়ে হয়েছে ২১৪ জন। যা আগের দিনই ছিল মাত্র ৪ জন। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

[আরও পড়ুন: অসমে শক্তিবৃদ্ধি তৃণমূলের, কংগ্রেস ছেড়ে জোড়াফুলে প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বোরা]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৫৪ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, দিল্লিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। সার্বিকভাবে পরীক্ষার হার বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৬১ হাজারের বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement