সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে ক্রমশ স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সঙ্গে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। তবে, এই জোড়া স্বস্তির মধ্যেও সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৪.৩ শতাংশ কম। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন। গত ২৪ ঘণ্টায় সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৬ হাজারের কিছু বেশি।
[আরও পড়ুন: Coronavirus: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার]
সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৩২ জন।
[আরও পড়ুন: বাইডেনের মদতে এবার কি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাবে ভারত?]
টিকাকরণের (Vaccination) গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৫ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৮ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষের বেশি।