সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার তথা বিশেষজ্ঞদের আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে? ভারত কি করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায়? ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে চিকিৎসা মহলে। কারণ, মাঝখানে দু’একদিন বাদ দিলে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৪০ হাজারের উপরে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ৪৫ হাজারের দোরগোড়ায়। যা কিনা রীতিমতো বিপদসংকেত দিচ্ছে।
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৪৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ৫৭ হাজার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে অনেকটাই কম।
[আরও পড়ুন: ‘এদিনই শ্রেষ্ঠত্বের দিকে এগিয়েছিল ভারত’, ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তিতে PM Modi]
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৯৬ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা বেড়েছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৯ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫৯৫ জন।