shono
Advertisement

Breaking News

Coronavirus: দেশে করোনায় মৃত বাড়ল ২ হাজার ৭৯৬ জন! একদিনে আক্রান্ত প্রায় ৯ হাজার

একদিনে টিকা পেয়েছেন ১ কোটির বেশি মানুষ।
Posted: 10:14 AM Dec 05, 2021Updated: 10:15 AM Dec 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনায় মৃতের পরিসংখ্যান সংশোধন করল একাধিক রাজ্য। যার ফলে একদিনে দেশে মৃতের পরিসংখ্যানে যোগ হল ২ হাজার ৭৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিহার সরকার ২ হাজার ৪৩৬ জনের মৃত্যুর কারণ পুনর্বিবেচনা করে তা করোনা পরিসংখ্যানে যোগ করেছে। একইভাবে ২৬৩ জনের মৃত্যুর কারণ পুনর্বিবেচনা করেছে কেরল সরকার। যার ফলে একদিনে দেশের করোনা মৃতের পরিসংখ্যানে যোগ হয়েছে এই বিপুল সংখ্যা। তবে, সার্বিকভাবে দেশের করোনা পরিসংখ্যান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

Advertisement

এদিকে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। গত কয়েকদিনে ওড়িশা, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির কয়েকটি জেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রন আক্রান্তের মধ্যে এটা চিন্তার কারণ। এই রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন।

[আরও পড়ুন: ফের শীর্ষ নেতৃত্বের সমালোচনা, কংগ্রেস ছাড়ছেন গুলাম নবি আজাদ? তুঙ্গে জল্পনা]

সংক্রমণের হার বাড়লেও করোনার অ্যাকটিভ কেস খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৯ হাজার ১৫৫ জন। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৭৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৯১৮ জন।

[আরও পড়ুন: নাগাল্যান্ডে ‘সন্ত্রাস দমন’ অভিযানে গুলি নিরাপত্তারক্ষীদের! বহু নিরীহ নাগরিকের মৃত্যু]

এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যে ফের টিকাকরণে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। শুধু গত ২৪ ঘন্টাতেই দেশে টিকা (Corona Vaccine) পেয়েছেন এক কোটির বেশি মানুষ। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১২৭ কোটি ৬১ লক্ষ ৮৩ হাজার ৬৫টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ৪ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গতকাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement