সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যাটা আরও খানিকটা কমল। তবে, চিন্তা কমল না। কারণ দৈনিক সংক্রমণের পাশাপাশি ক্রমশ কমছে দৈনিক সুস্থতার সংখ্যাটাও। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাজয়ীর সংখ্যাটা কমে ৫০ হাজারেরও নিচে নেমে এসেছে। আর সেটাই চিন্তায় রাখছে স্বাস্থ্যমন্ত্রককে।যদিও বিশেষজ্ঞদের ধারণা অ্যাক্টিভ কেস আগের তুলনায় অনেক কম হওয়ার কারণেই সুস্থতার সংখ্যা কমছে। আবার স্বস্তি আছে মৃত্যুর পরিসংখ্যানে। স্বাস্থ্যমন্ত্রক বলছে,গত এপ্রিল মাস থেকে দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০ শতাংশ কমেছে।
শুক্রবার সকালে সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৮৭৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৮ হাজার ৬৮৮ জন।
[আরও পড়ুন: অক্সফোর্ডের করোনা টিকার ৪ কোটি ডোজ তৈরি, বড় ঘোষণা সেরাম ইনস্টিটিউটের]
চিন্তার বিষয় হল গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৯ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান অবশ্য হাজার চারেক। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮১ লক্ষ ১৫ হাজার ৫৮০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার ৫৪৭ জন।