সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। তা সত্ত্বে পথে-ঘাটে, ট্রেনে-বাসে অনেকের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। তাই এবার কড়া পদক্ষেপ নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। মুখে মাস্ক না থাকলে আর বাসে ওঠার অনুমতি পাবেন না কোনও যাত্রী।
২০২০ সালের মার্চে রাজ্যে প্রথম থাবা বসিয়েছিল করোনা।লাফিয়ে বাড়তে থাকে নতুন আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে জারি হয় লকডাউন। স্কুল-কলেজ থেকে গণপরিবহণ সব কিছুই বন্ধ করে দেওয়া হয়। বাধ্যতামূলক করা হয়েছিল মাস্ক, স্যানিটাইজার ব্যবহার। তা সত্ত্বেও বহু মানুষ মাস্ক ছাড়া বেরিয়েছেন রাস্তায়, শাস্তির মুখেও পড়তে হয়েছে তাঁদের। কোথাও কান ধরে ওঠবোসও করতে হয়েছে আমজনতাকে। কারণ একটাই, যাতে সকলের স্বার্থে মাস্ক ব্যবহার করা হয়। পরবর্তীতে করোনা পরিস্থিতি খানিকটা উন্নতি হতেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। ফলে বন্ধ হয়ে যায় ধড়পাকড়। ফলে মাস্ক ব্যবহার কার্যত ভুলতে বসেছিলেন রাজ্যের মানুষ। বর্তমানে প্রতিদিন কয়েক হাজার মানুষ সংক্রমিত হলেও বদলাচ্ছে না ছবিটা। সেই কারণেই শনিবার কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার। নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়, কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই বা শারীরিক দূরত্ব বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
[আরও পড়ুন: রোগীই সংগ্রহ করছেন নিজের লালারস! জঙ্গিপুর হাসপাতালের ঘটনায় তীব্র চাঞ্চল্য]
ভাইরাস রুখতে এবার কঠোর হল বাস সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের পাশাপাশি বাস চালক ও কনডাক্টরদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। যদিও নিয়ম কতটা মানবেন বাসচালক-যাত্রীরা, তা সময় বলবে।