shono
Advertisement

Breaking News

লকডাউন শিথিল করার জের, বাংলাদেশে করোনার বলি ৩২৮

একদিনে আক্রান্ত হয়েছেন ১,২৭৩ জন। The post লকডাউন শিথিল করার জের, বাংলাদেশে করোনার বলি ৩২৮ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 PM May 17, 2020Updated: 05:01 PM May 17, 2020

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ১৪ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জন। এছাড়া একই সময়ে আরও ১,২৭৩ জন মানুষের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে এখনও পুরো দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮।

Advertisement

রবিবার দুপুরে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনটি উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১,২৭৩ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন: বাংলাদেশে করোনায় আক্রান্ত ৭২৭ জন চিকিৎসক ও ৬০০ জন নার্স ]

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন মহিলা। আর ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গিয়েছেন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন মানুষ সুস্থও হয়ে উঠেছেন। এর ফলে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৪ হাজার ৩৭৩ জন।

[আরও পড়ুন: বাংলাদেশে করোনার বলি ৩১৪, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি]

The post লকডাউন শিথিল করার জের, বাংলাদেশে করোনার বলি ৩২৮ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement