দেশে লকডাউন অনেকটাই শিথিল। কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র চলছে আনলক ওয়ান। এই মুর্হূতে বাড়ছে হু হু করে সংক্রমণ। ভারতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের।পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৩০৩ জন। মৃতের সংখ্যা ২৯৪। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
বেলা ৩.৪৫: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২৬ হাজারের গণ্ডি।
বেলা ৩.১২: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত আরও ৩১ জন।
বেলা ১.৫৭: বিহারে নতুন করে করোনা আক্রান্ত আরও ১৪৭ জন।
বেলা ১.৫৩: পাঞ্জাবে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ধর্মস্থানগুলির দরজা।
বেলা ১২.৪৭: করোনা আক্রান্তদের ফেরালে রেয়াত নয়, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
বেলা ১২.১৫: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গহীন এবং সামান্য উপসর্গযুক্ত রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল্লি স্বাস্থ্যদপ্তরের।
বেলা ১২.১১: আলিপুর আদালতে করোনা আক্রান্ত ২ বিচারক।
সকাল ১১.৫৩: মণিপুরে নতুন করে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ।
সকাল ১১.৪৩: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৫ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৮ জন।
সকাল ১০.০২: ইডির ৫ আধিকারিক করোনা আক্রান্ত। সুরক্ষার স্বার্থে সিল করা হল দিল্লির খান মার্কেটের লোক নায়ক ভবনে এনফোর্স ডিরেক্টরেটের সদর দপ্তর।
সকাল ৯.১৪: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। বিশ্বের কোভিড তালিকায় ইটালিকে টপকে ৬ নম্বরে ভারত।
সকাল ৮.৪৪: আগামী ২০-২৩ জুন উত্তরাখণ্ডে হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
সকাল ৮.১৪: ৮ জুন থেকে খুলবে শপিং মল। তার আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের শপিং মলে চলছে স্যানিটাইজেশনের কাজ।
সকাল ৬.৩৪: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত ১০০৫ জন।
সকাল ৬.০৭: কোয়েম্বাটুরে চলছে রেস্তরাঁ খোলার প্রস্তুতি। দূরত্ব বজায় রাখতে ৫০ শতাংশ আসন ব্যবহার করা হবে বলেই জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।
The post করোনা LIVE UPDATE: দিল্লিতে চওড়া হচ্ছে ভাইরাসের থাবা, আক্রান্তের সংখ্যা পেরল ২৬ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.