সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনকে থোড়াই কেয়ার। অনেকেই সরকারি নির্দেশ উড়িয়ে বের হচ্ছেন রাস্তায়। পুলিশ-প্রশাসন তাঁদের আপ্রাণ আটকানোর চেষ্টা করছেন। আর সেই কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন পুলিশ কর্মীরা। বুধবার উত্তর বিধাননগর থানা এলাকায় সল্টলেকের পিএনবি মোড়ের কাছে গাড়ি আটকানোয় পুলিশ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকী, গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মীর উর্দি চেটে দেন। এমনকী পানের পিকও লাগিয়ে দেওয়া হয়। এহেন আচরণের জেরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লকডাউন না মেনেই রাস্তায় বের হয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিলেন গাড়ি চালক। গাড়িটি পিকনিক গার্ডেন থেকে আসছিল বলে খবর। সল্টলেকের রাস্তায় গাড়ি আটকায় পুলিশ কর্মীরা। “কেন বেড়িয়েছেন, কোথায় যাচ্ছেন”, গাড়ির চালককে জিজ্ঞেস করছিলেন তাঁরা। সেই সময় গাড়ির ভিতর থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ওই মহিলা। পরে গাড়ি থেকে নেমে পুলিশের দিকে তেড়ে যান তিনি। পুলিশ কর্মীরা তাঁকে দূরে থাকার কথা বললেও শোনেননি। বরং ছুটে এসে এক পুলিশ কর্মীর উর্দি চেটে দেন। সাদা উর্দিতে পানের পিক লেগে যায়। গোটা ঘটনায় হতচকিত হয়ে যায় উপস্থিত কর্মীরা। তারপর তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
[আরও পড়ুন : করোনা মোকাবিলায় শামিল ‘সংবাদ প্রতিদিন’, পাঠকদের সচেতন করতে বদলে গেল মাস্টহেড]
যদিও ওই মহিলার দাবি, তিনি যা করেছেন বেশ করেছেন। পুলিশ অকারণে তাঁদের হেনস্থা করছিল। তাই ওই কাজ করেছে। একইসঙ্গে আটক মহিলা জানান, তিনি বাড়িতে একা থাকেন। ওযুধ কিনতে বেড়িয়েছিলেন। তাও পুলিশ তাদের হেনস্থা করছিল। যদিও পুলিশের দাবি, সেই সময় ওই রাস্তা দিয়ে একাধিক গাড়ি যাচ্ছিল। তাঁরা ওই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখনই ওই মহিলা অভব্যতা করেন। গোটা ঘটনা বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরে পরেছে।
[আরও পড়ুন : সংক্রমণ রুখতে তৎপর কলকাতা পুরসভা, হাসপাতালে বিশেষ সাফাই অভিযান]
The post লকডাউনে রাস্তায় কেন? গাড়ি আটকাতেই পুলিশকর্মীর উর্দি চেটে দিল তরুণী appeared first on Sangbad Pratidin.
