shono
Advertisement

‘কদলী প্রজাতন্ত্র’হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার  

কেন এমন মন্তব্য করলেন উদ্ধব? The post ‘কদলী প্রজাতন্ত্র’ হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার   appeared first on Sangbad Pratidin.
Posted: 10:44 AM Sep 06, 2018Updated: 10:44 AM Sep 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে শিব সেনা-বিজেপি দ্বন্দ্ব৷ গেরুয়া শিবিরের সঙ্গে মারাঠি আঞ্চলিক দলটির সম্পর্ক যেন খানিকটা শাশুড়ি-বউমার মতো৷ বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও, সংসার থুড়ি জোট ভাঙতে রাজি নয় উদ্ধবের দল৷ এমনই প্রেক্ষাপটে, বুধবার ফের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ‘মারাঠি অস্মিতা’র স্বঘোষিত ধ্বজাধারী ও শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ তাঁর অভিযোগ, শাসকদলের নীতির জন্যই দেশ ‘কদলী প্রজাতন্ত্রে’ রূপান্তরিত হচ্ছে৷

Advertisement

[কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের]

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়ে কিছুটা হলেও বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন উদ্ধব৷ ডলারের মোকাবিলায় টাকার মূল্যে পতন ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো মোদি সরকারকে তুলোধোনা করেছেন শিব সেনা প্রধান৷ তাঁর কটাক্ষ, টাকার মূল্যে বেনজির পতন হচ্ছে৷ আকাশ ছুঁয়েছে পেট্রল-ডিজেলের দাম, তবুও নির্বিকার প্রধানমন্ত্রী৷ পরিস্থিতি সামলানোর পরিবর্তে তিনি কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টায় ব্যস্ত৷ উদ্ধব আরও বলেন, “শীঘ্রই পেট্রলের দাম ১০০ টাকা হবে৷ রান্নার গ্যাসের দাম আকাশচুম্বী৷ অর্থনীতিতে বিনিয়োগ নেই বললেই চলে৷ তরুণ প্রজন্ম চাকরির জন্য হাহাকার করছে৷ এমনটা চললে হাজার হাজার বেকার যুবক রাস্তায় নেমে পড়বে৷ দেশ ক্রমেই কদলী প্রজাতন্ত্র হয়ে উঠবে৷”  

বিশ্বব্যাংকের একটি রিপোর্ট তুলে ধরে উদ্ধবের তোপ, মৃত্যুশয্যায় রয়েছে ভারতীয় মুদ্রা৷ এমন পরিস্থিতে ভারতকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি দাবি করা হাস্যকর৷ শরিক দলের এহেন হামলার মুখে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সুর চড়িয়েছেন উদ্ধব৷ শরিক দল হলেও মহারাষ্ট্রে বিজেপির প্রসারে উদ্বিগ্ন সেনা৷ কারণ দুই দলই হিন্দুত্ববাদী৷ তাই তাদের ভোটব্যাংকও একই৷ ফলে বিজেপি যত জায়গা দখল করবে ততটাই অপ্রাসঙ্গিক হয়ে উঠবে শিব সেনা৷ পাশাপাশি রয়েছে রাজ ঠাকরের এমএনএস৷ শুধুমাত্র ‘মারাঠি অস্মিতা’র জিগিরে ভোটারদের ধরে রাখা কষ্টকর হবে৷ তার উপর বাল ঠাকরের মতো আগ্রাসী বা জনপ্রিয় নন উদ্ধব৷ ফলে সেই ঘাটতি মেটাতেই মাঝে মাঝে গলাবাজি করেন শিব সেনা প্রধান৷      

    [রাফালে কেনাবেচায় স্থগিতাদেশ মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের]            

The post ‘কদলী প্রজাতন্ত্র’ হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার