shono
Advertisement

গ্রামে হেনস্তার শিকার! পাঁচ সন্তান নিয়ে খালে ঝাঁপ দম্পতির, উদ্ধার ৭টি দেহ

খালে ঝাঁপ দেওয়ার আগে পোশাক খুলে রেখেছিলেন প্রত্যেকে।
Posted: 05:04 PM Mar 02, 2023Updated: 05:04 PM Mar 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) নর্মদা খাল থেকে একই পরিবারের ৭ জনের দেহ উদ্ধার হল। স্থানীয়দের দাবি, আত্মহত্যা করেছে ওই পরিবার। আগেভাগে পুলিশকে খবরও দেওয়া হয়েছিল। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পাঁচ সন্তানকে নিয়ে জলে ঝাঁপ দেন দম্পতি। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহ উদ্ধার করে। আত্মহত্যা নাকি খুন, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গালিপা গ্রামের বাসিন্দা শংকররাম। তাঁর একটি কৃষিখামার রয়েছে। যদিও একাধিক কারণে অশান্তি চলছিল পরিবারে। একটি বিষয়ে গ্রামের কয়েকজন পরিবারটিকে হেনস্তা করে বলেও অভিযোগ। যা নিয়ে পঞ্চায়েতও বসে। অন্যদিকে প্রতিবেশীদের কারও কারও বক্তব্য, ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধত। তবে ঠিক কোন কারণে চরম সিদ্ধান্ত নেয় পরিবারটি তা জানা যায়নি।

[আরও পড়ুন: স্বাধীনতার সাত দশক পেরিয়ে প্রথম মহিলা বিধায়ক পাচ্ছে নাগাল্যান্ড]

স্থানীয় থানার পুলিশ আধিকারিক রূপ সিং জানান, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ খালটির সিদ্ধেশ্বর এলাকায় জলে ঝাঁপ দেয় পরিবারটি। মৃত্যু হয়েছে শংকররাম (৩২), বাদলী (৩০) এবং তাঁদের সন্তান রামিলা (১২), প্রকাশ (১০), কেগি (৮), জানকি (৬) এবং হীতেশের (৩)। খালে ঝাঁপ দেওয়ার আগে পোশাক খুলে রেখেছিলেন প্রত্যেকে। মোবাইলও খালপাড়ে রাখা ছিল।

পুলিশ এবং বিপর্য বাহিনীর চেষ্টায় বুধবার সন্ধ্যায় এক জনের দেহ উদ্ধার হয়েছিল। ওই দিন রাতে বাকি ছ’জনের দেহ উদ্ধার হয়। যে ছ’জনের দেহ উদ্ধার করা হয়েছিল রাতে, তাঁদের হাত বাঁধা ছিল একই দড়িতে। ঘটনাটি আত্মহত্যারই নাকি খুনের, খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement