shono
Advertisement
Jyotipriya Mallick

প্রভাবশালী বলেই এত বাড়তি স্বাস্থ্যপরীক্ষা? এসএসকেএমের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেই দাবি তাঁর আইনজীবীর।
Posted: 07:05 PM Apr 03, 2024Updated: 07:07 PM Apr 03, 2024

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) শারীরিক অবস্থা সম্পর্কিত শুনানিতে আদালতের রোষের মুখে এসএসকেএম হাসপাতাল। এবার সরাসরি জ্যোতিপ্রিয়কে প্রভাবশালী বলে চিহ্নিত করলেন খোদ বিচারক। আদালতের স্পষ্ট করে দেওয়া নির্দিষ্ট নির্দেশের বাইরে গিয়েও এসএসকেএম হাসপাতালে বাড়তি পরীক্ষা করানো হয়েছে বলেই দাবি বিচারকের।

Advertisement

আদালতে বুধবার জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী ফের তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি নিয়ে কথা বলেন। তাঁর দাবি, ‘‘জ্যোতিপ্রিয় অত্যন্ত অসুস্থ। তাঁর ওজন দিন দিন কমে যাচ্ছে।’’ তবে বিচারক সেকথা কার্যত উড়িয়ে দেন। তিনি দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সব রোগই ক্রনিক। এমনকী তাঁর কিডনির সমস্যাও দীর্ঘদিনের বলেই উল্লেখ করেন। এর পর প্রাক্তন মন্ত্রীর আইনজীবী দাবি করেন, জ্যোতিপ্রিয়র সুগার ২৯০। তা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে কেন উদ্বিগ্ন নন বিচারক পালটা প্রশ্ন ছুড়ে দেন।

[আরও পড়ুন: ‘অপরাধের রেকর্ড থাকলে ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করুন’, রাজ্যে এসেই ‘দাবাং’ কমিশনের পর্যবেক্ষক]

বিচারক গত তিন মাসের রিপোর্টের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, জ্যোতিপ্রিয় একইরকম রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তবে আইনজীবী দাবি করেন, তাঁর ক্রমশ ওজন কমছে। দিনে চারবার তাঁর মনিটরিং করা দরকার। যা জেলে সম্ভব নয়। এর পর কার্যত বিরক্ত সুরে বিচারক জানান, গত ২৭ জানুয়ারি আদালত যা নির্দেশ দিয়েছিল, তা না মেনে বেশ কিছু বাড়তি শারীরিক পরীক্ষা করেছে এসএসকেএম হাসপাতাল। জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই বাড়তি পরীক্ষা করানো হয়েছে বলেই পর্যবেক্ষণ বিচারকের। উল্লেখ্য, নানা দুর্নীতি মামলায় ধৃত নেতা-মন্ত্রীরা বার বার নিজেকে প্রভাবশালী নয় বলে প্রমাণ করতে মরিয়া। অথচ বিচারকই প্রভাবশালী বলে দাবি করায় স্বাভাবিকভাবে বিপাকে জ্যোতিপ্রিয়। 

[আরও পড়ুন: বিমানবন্দরে আচমকাই পোশাক খুলে ফেললেন উরফি! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সম্পর্কিত শুনানিতে আদালতের রোষের মুখে এসএসকেএম হাসপাতাল।
  • এবার সরাসরি জ্যোতিপ্রিয়কে প্রভাবশালী বলে চিহ্নিত করলেন খোদ বিচারক।
  • আদালতের স্পষ্ট করে দেওয়া নির্দিষ্ট নির্দেশের বাইরে গিয়েও এসএসকেএম হাসপাতালে বাড়তি পরীক্ষা করানো হয়েছে বলেই দাবি বিচারকের।
Advertisement