shono
Advertisement

কুণালকে কুরুচিকর মন্তব্য, শিশির অধিকারীকে সমন আদালতের

আদালতের নথি মেলেনি, দাবি সাংসদের।
Posted: 07:33 PM Jan 15, 2024Updated: 07:36 PM Jan 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন সাংসদ শিশির অধিকারী। পালটা মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেই প্রেক্ষিতে সোমবার শিশির অধিকারীরে সমন পাঠাল কলকাতা নগর দায়রা আদালত। ১১ মার্চ কোর্টে হাজিরা দিতে হবে কাঁথির সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন কুণাল। তবে সমনের নথি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন শিশিরের আইনজীবী।

Advertisement

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কথা মুখপাত্র কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন সাংসদ শিশির অধিকারী। এর পরই মানহানির অভিযোগ তুলে শিশির-সহ তিনজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ। এদিন সেই মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই বিচারক অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেন। আগামী ১১ মার্চ আদালতে আসতে হবে শিশির অধিকারীকে। এ বিষয়ে এদিনই সমন পাঠানো হয়েছে বলে খবর। যদিও কাঁথির সাংসদের তরফে দাবি করা হয়েছে, আদালতের কোনও সমন মেলেনি। নথি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: গ্যাস কাটার নিয়ে এটিএম লুট, পুড়ে ছাই ২১ লক্ষ টাকা!]

প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছ। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ফাটল আরও চওড়া হয়েছে। বারবার দলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করেছে অধিকারী পরিবার। এবার তারই খেসারত দিতে হচ্ছে সাংসদ শিশির অধিকারীকে। 

[আরও পড়ুন: বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে সজোরে ঘুসি যাত্রীর! ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement