shono
Advertisement

COVID-19 Update: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একদিনে করোনায় মৃত্যু পেরল ২৫০

এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মাত্র ০.১০ শতাংশ।
Posted: 09:32 AM Mar 11, 2022Updated: 03:21 PM Mar 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে কয়েকদিনের স্বস্তি ফের উধাও। দেশের কোভিড (COVID-19) গ্রাফ ঘিরে নতুন করে চিন্তা স্বাস্থ্যমহলে। একদিনে মহামারী সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী। তবে মৃত্যুর হার বাড়ল লাফিয়ে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ ৪১৯৪ জন, গতদিনের তুলনায় ১০ বেশি। আর একদিনে করোনা ভাইরাসের (Coronavirus) বলি দেশের ২৫৫ জন, যা বৃহস্পতিবারও ছিল একশোর সামান্য বেশি। এই ঊর্ধ্বমুখী মৃত্যুহারে নিঃসন্দেহে উদ্বেগ বাড়ছে আমজনতার।

Advertisement

গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে দেশের করোনা পরিস্থিতির উন্নতি চোখে পড়়ছিল। চলতি সপ্তাহেই সাড়ে ৩  হাজারে কোঠায় নেমেছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে  গত ২ দিন ধরে তা ফের ঊর্ধ্বমুখী। তবে আক্রান্তের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলল চিন্তা। বৃহস্পতিবার দেশে করোনার বলি হয়েছিলেন ১০৮ জন, আর শুক্রবার সেই সংখ্যা লাফিয়ে দাঁড়াল ২৫৫-এ। করোনায় একদিনে এতজনের মৃত্যু অতি সাম্প্রতিককালে হয়নি বলেই মত বিশেষজ্ঞ মহলের। 

[আরও পড়ুন: ‘অপারেশন গঙ্গা’ও ব্যর্থ করতে চেয়েছিল বিরোধীরা! বিস্ফোরক মোদি]

দেশের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২০৮ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৪,২৪,২৬,৩২৮। শতকরা হিসেবে ৯৮.৭%।  এই মুহূর্তে দেশের মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪২,২১৯জন, যা মোট আক্রান্তের মাত্র ০.১০ শতাংশ।  

[আরও পড়ুন: রাশিয়ার কাছে আত্মসমর্পণ করুন! টেলিগ্রামে ইউক্রেনীয় সেনাকে কেন এমন আরজি জেলেনস্কির?]

নয়া স্ট্রেন ওমিক্রন দুর্বল হওয়া, কড়া নিয়মবিধি এবং টিকাকরণে (Vaccination) জোর দিয়ে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সংক্রমণ কমলেও টিকাকরণে খামতি রাখতে চায় না সরকার। বুধবার ১২-১৭ বছর বয়সীদের আরও একটি টিকাতে ছাড়পত্র দিয়েছে ডিজিসিএ। জরুরি ব্যবহারে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্স (Covovax)। বয়স্কদের বুস্টার ডোজ ও ছোটদের প্রথম ডোজ দেওয়ার কাজ চলছে। দেশে মোট ১৭৯ কোটি ৭২ লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement